Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর কনকারেন্ট অডিট পারফরম্যান্স অ্যাওয়ার্ড বিতরণ

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

অভ্যন্তরীণ পরিদর্শন ও নিরীক্ষা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে কনকারেন্ট অডিটরদের অ্যাওয়ার্ড প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। গত মঙ্গলবার প্রধান কার্যালয়ের সভাকক্ষে প্রধান অতিথি হিসাবে ২০১৬ সালের পারফরম্যান্সের ভিত্তিতে ৮ জন অডিটরকে অ্যাওয়ার্ড প্রদান করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। এ সময় বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্ এবং পরিচালক আলহাজ আব্দুল মালেক মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মুহাম্মদ মাহমুদুল হক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আব্দুল হান্নান খানসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্যাংকের প্রায় ৫৫% ব্যবসা সম্বলিত ১০টি বৃহৎ শাখায় সার্বক্ষণিক পরিদর্শন ও নিরীক্ষায় নিযুক্ত ইনডিপেনডেন্ট কনকারেন্ট অডিটরদের পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে পরিচালক পর্ষদ এই কনকারেন্ট অডিটর অ্যাওয়ার্ড প্রদান করলো। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ