Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদ-নাসেরের সঙ্গে বার্নিকাটের বৈঠক!

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মৌলভীবাজারের রাজনৈতিক অঙ্গনে আলোচনা
মানজুরুল হক, কুলাউড়া থেকে : জেলার আওয়ামী লীগ ও বিএনপির দুই শীর্ষ নেতার সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। আর ঢাকার বাইরে মার্কিন রাষ্ট্রদূতের হঠাৎ বৈঠকের খবর শুনে জেলার রাজনৈতিক অঙ্গন ও সুশীলসমাজের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সার্চ কমিটির সুপারিশে সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন গঠনের পর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কথাবার্তা চলাকালে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের শীর্ষ এ দুই নেতার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের এ বৈঠকটি পুরো জেলার রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।
জানা যায়, গত রোববার দুপুরের দিকে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বøুম বার্নিকাটের আমন্ত্রণে শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্র বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর বেলা দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী একটি বিশেষ বৈঠক করেন বার্নিকাট।
ওই দিন বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার জেলা আ’লীগের সভাপতি সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির সাথেও মার্কিন রাষ্ট্রদূত পৃথক বৈঠক করেন। চা-চক্র শেষে বৈঠকটি সন্ধ্যার কিছুক্ষণ পর শেষ হয়। দুই নেতার সঙ্গে পৃথক বৈঠকে উপস্থিত ছিলেন ইউএসএইডের বাংলাদেশের মিশন প্রধান জেনিনা ইয়া রুজেল কি, মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেনিয়াল রাকোভ।
তবে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কি কি বিষয়ে কথা হয়েছে জানতে চাইলে সাবেক এমপি এম নাসের রহমান বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত আমাকে বেলা দেড়টার দিকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানান। বৈঠকে নতুন নির্বাচন কমিশন গঠন, আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয় জানতে চান মার্কিন রাষ্ট্রদূত। বিশেষ করে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে মতামত এবং আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে মাঠ পর্যায়ের নেতাদের চিন্তাভাবনাটা কি তাও জানতে চেয়েছেন তিনি।
তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত আমার কাছে প্রথমেই জানতে চান ‘আমাদের দেশের শিক্ষিত যুবক ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিগণ তাদের দৃষ্টিতে রাজনীতিতে কেন আসছে না। দ্বিতীয়ত, তিনি জানতে চান তাদের মতে শিক্ষিত ও যোগ্যতাসম্পন্ন লোকেরা কেন দলের নীতিনির্ধারণী পর্যায়ে আসছেন না। তৃতীয়ত, তিনি জানতে চেয়েছেন বাংলাদেশের দুই দলের রাজনীতিতে কোয়ালিটিসম্পন্ন নেতৃত্ব তৈরি, গুণগত পরিবর্তন ও উৎকর্ষ সাধনে কি কি করা প্রয়োজন বলে আমি মনে করি। এসব বিষয়ে আমি আমার মতামত তুলে ধরেছি।
অপরদিকে বৈঠকের বিষয়ে জানতে চাইলে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি বলেন, ‘বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সাথে পার্লামেন্ট ও ইলেকশন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত আমেরিকার জনগণের সাথে আমাদের দু’দেশের জনগণের সম্পর্ক অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশের জনগণের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অনেক পরিশ্রমী ও তার ভালো কাজ করার উদ্যোগের অভাব যে নেই এসব বিষয়ে তুলে ধরেছি।
নির্বাচন কমিশন গঠন নিয়ে আমি বলেছি, নির্বাচন কমিশন যেটি গঠন হয়েছে সেটা রাষ্ট্রপতি সংবিধানের ১১৮ ধারা তিনি প্রয়োগ করেই গঠন করেছেন। ভারতের সাথে তুলনা করলে আমাদের দেশের নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া আরো শক্তিশালী। আমি এ-ও বলেছি, বর্তমান নির্বাচন কমিশন অবশ্যই ভালো ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। এতে কোনো সন্দেহ নেই। আমরাও জনগণের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করব। তিনি বলেন, নির্বাচনে অনেক দেশেই কারচুপি হয় যার কারণ স্থানীয় সমর্থকদের অতি উৎসাহের একটি বিষয় হতে পারে। যা আমরা সমর্থন করি না। আমাদের দেশে ভোটিং সিস্টেম এক সময় রিজেক্টটেড ছিল। এখন আস্তে আস্তে আরো বিজ্ঞানসম্মত হচ্ছে। যার মাধ্যমে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত হবে।
মার্কিন রাষ্ট্রদূত আরো জানতে চেয়েছেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের ধর্মীয় মৌলবাদ বিষয়ে আমার মতামত কি এ বিষয়ে আমি বলেছি, আমাদের দেশের সংবিধানে যে নির্দেশনা আছে তাতে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ এবং তা সাংবিধানিকভাবে পালনের জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। সংবিধানকে শ্রদ্ধা করাই আমাদের দায়িত্ব। আমাদের প্রধানমন্ত্রী অনেক শক্তিশালী ও জনগণের স্বার্থ রক্ষায় সব সময় তিনি সজাগ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রæয়ারি সকালে মার্শা বøুম বার্নিকাট দুই দিনের এক সফরে শ্রীমঙ্গলে গিয়ে লাউয়াছড়াসহ জেলার বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখেন। পরে ইউএসএইডের লিডারশিপ সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। রাত্রিযাপন করেন চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন শ্রীমঙ্গলের হোটেল টি রিসোর্টে। সোমবার সকাল সাড়ে ৯টায় ফিনলে টি কোম্পানির বালিশিরা ভ্যালি ক্লাবে চা শ্রমিকদের সাথে বৈঠকে শেষে মৌলভীবাজার ত্যাগ করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ