Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটার অভাবে ৫০ হাজার যাত্রী হজে যেতে পারবেন না -হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : কোটার অভাবে চলতি বছর প্রায় ৫০ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন না। কোটার অতিরিক্ত হজযাত্রীদের হজে গমন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সউদী বাদশার কাছ থেকে ৫০ হাজার কোটা বরাদ্দের জন্য বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।
অন্যথায় কোটা বঞ্চিত অর্ধলক্ষ হজযাত্রী আল্লাহর ঘরে যেতে না পেরে চরম হতাশায় ভুগবেন। বর্তমান হাবের দুর্নীতিবাজ কর্মকর্তাদের হাত থেকে হাবকে মুক্ত করতে হবে। আগামী ২০ এপ্রিল হাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দুর্নীতিমুক্ত হাব প্রতিষ্ঠা করতে হবে। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর পূর্বাণী হোটেলে হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভায় নেতৃবৃন্দ একথা বলেন। হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্যানেল প্রধান, হাসান ট্রাভেলসের স্বত্বাধিকারী ও চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়ার (হাসান) সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটাব সভাপতি এস এম মঞ্জুর মোর্শেদ মাহবুব। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-নাসের, হাবের সাবেক সভাপতি আলহাজ আব্দুস শাকুর, হাবের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, আটাবের ঢাকা জোনাল কমিটির চেয়ারম্যান, জাতীয় পার্টির নেতা ও হাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দারোগা, হাবের প্রতিষ্ঠাতা মহাসচিব মাওলানা ইয়াকুব শরাফতী, সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ স¤্রাট, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসাইন তসলিম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি গোলাম মোস্তফা, মাওলানা ফজলুর রহমান, মুফতি আব্দুল কাদের, রফিকুল ইসলাম।
নেতৃবৃন্দ বলেন, হাব পল্লীর নামে; হাবের বর্তমান কমিটির নেতারা কোটি কোটি টাকা লুটপাট করছে। হজযাত্রীদের ট্রলি ব্যাগের নামে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাটের বাণিজ্য বন্ধ করতে হবে। হজযাত্রীদের সুবিধার্থে হজ মৌসুমে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। হজ টিকিট নিয়ে সিন্ডিকেট বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত হাব প্রতিষ্ঠার লক্ষ্যে আসন্ন হাব নির্বাচনে হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্যানেলকে বিজয়ী করার অনুরোধ জানান। নেতৃবৃন্দ বলেন, ধর্ম মন্ত্রণালয় প্রথম দফায় ৯শ’ ৬৪টি হজ এজেন্সির তালিকা প্রকাশ করেছে। ৭শ’ ৩৪টি হজ এজেন্সি’র ১শ’ ৫০জন করে হজ অফিসে ১ লাখ ৩০ হাজার ৪শ’ ১৫জন হজযাত্রীর সংখ্যা জমা দিয়েছে। এখনো ২শ’ ৩০টি হজ এজেন্সি তাদের হজযাত্রী’র তালিকা হজ অফিসে জমা দেয়নি। তিন শতাধিক হজ এজেন্সির তালিকা আপিলের শুনানির জন্য এখনো প্রকাশ করা হয়নি। নেতৃবৃন্দ বলেন, এসব ঘটনার বিবেচনায় দেখা যাচ্ছে সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী এবার কোটার অভাবে প্রায় ৫০ হাজার হজযাত্রী হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন করার সুযোগ থেকেই বঞ্চিত হবার আশঙ্কা করা হচ্ছে। নেতৃবৃন্দ অতিরিক্ত ৫০ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ প্রাপ্তির লক্ষ্যে সউদী বাদশার কাছে বিশেষ দূত প্রেরণ করে সৃষ্টসঙ্কট নিরসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ