Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুখ্যমন্ত্রীর চেয়ারে নয় কারাগারে যাচ্ছেন শশীকলা

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাজনীতিতে বা সরকারে কোনো অভিজ্ঞতা ছিল না শশীকলা নটরাজনের। দলে তার কোনো পদও ছিল না কখনো। কিন্তু জয়ললিতার সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তামিলনাড়ুতে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন তিনি। অনেকের ভেতর এমন ধারণাও ছিলো, পর্দার পেছন থেকে অনেক ব্যাপারে জয়ললিতাকে প্রভাবিত করতেন তিনি।
গতকাল (মঙ্গলবার) ভারতের সুপ্রিম কোর্ট পুরোনো একটি দুর্নীতির মামলায় শশীকলাকে ৪ বছরের কারাদÐ দেয়। যার ফলে শশীকলা নটরাজনের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও ভেঙে যায়। একইসঙ্গে জরিমানা দিতে হবে ১০ কোটি টাকা। তাকে জেল খাটতে তো হবেই, নিয়মমত সেই মেয়াদ শেষ হলেও আরও ৬ বছর ভোটে দাঁড়াতেও পারবেন না তিনি।
উল্লেখ্য, ডিসেম্বরে জয়ললিতার মৃত্যুর পর দু’মাসের মধ্যে শশিকলা নটরাজন ক্ষমতাসীন দল এআইএডিএমকের জেনারেল সেক্রেটারি পদ পেয়ে যান। তার পরপরই দল তাকে জয়ললিতার উত্তরসূরি অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে মনোনয়ন দেয়।
আর সেই মনোনয়নের পর থেকে গত ক’দিন ধরে একর পর এক নাটক চলতে থাকে।
কিন্তু হঠাৎ বেঁকে বসেন অস্থায়ী মুখ্যমন্ত্রী ও পানিরসেলভাম। তিনি দাবি করেন, তাকে জবরদস্তি করে সরিয়ে দেয়া হচ্ছে এবং শশীকলার প্রতি দলের বেশিভাগ সংসদ সদস্যের সমর্থন নেই।
এই বিতর্কের কারণে রাজ্যের গভর্নরও শশীকলার মনোনয়ন নিশ্চিত করার ফাইলটি ফেলে রাখেন।
সংসদে ভোটাভুটির আগে সমর্থন কেনা-বেচা বা দলে টানাটানি ঠেকাতে শশীকলা গত কয়েকদিন ধরে দলের একশোরও বেশি সংসদ সদস্যকে নিয়ে নির্জন একটি হোটেলে থাকছিলেন। এমনকি মোবাইল ফোন ব্যবহারের ওপরও বিধিনিষেধ চাপানো হয়েছিলো।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির এই মামলা ২১ বছরের পুরনো। নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার সঙ্গে শশীকলাও কয়েকমাস জেল খাটেন এই মামলায়। সূত্র : এবিপিআনন্দ, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ