Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সরকারি সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি ৫টি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সরকারি সিদ্ধান্ত অমান্য করে দেশের বিভিন্ন এলাকায় অনেক সিএনজি স্টেশনে গ্যাস বিক্রি করা হচ্ছে। এতে করে গ্যাস সঙ্কট আরও প্রকট হওয়ার পাশাপাশি গ্যাসের প্রেসার কমে যাচ্ছে।
এ ধরনের সরকারি নির্দেশনা অমান্য করে কারা গ্যাস বিক্রি করছে এ নিয়ে অভিযানে নেমেছে তিতাস গ্যাস কোম্পানি। তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, সরকারি সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করায় দু’দিনে পাঁচটি সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সারাদেশে সকল সিএনজি স্টেশন প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখার কথা।
কিন্তু সরকারি এই সিদ্ধান্ত অমান্য করে গ্যাস বিক্রি করার দায়ে গত ১০ ফেব্রæয়ারি টাঙ্গাইলের বাসাইল এলাকার হাই প্রেসার সিএনজি, ভাটকুড়া এলাকার হাই প্রেসার সিএনজি ও এলেঙ্গা এলাকার উৎসব সিএনজির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাসের পরিদর্শন টিম।
একইভাবে গত ১১ ফেব্রæয়ারি গাজীপুরের বোর্ড বাজার এলাকার জেরোমা সিএনজি কালিয়াকৈরের চক্রবর্তী এলাকার এফ এফ এন্টারপ্রাইজ সিএনজি-এর গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ