Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বাঁধ ধসে পড়ার হুমকিতে

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সরিয়ে নেয়া হয়েছে দু’লাখ মানুষকে
ইনকিলাব ডেস্ক : যে কোনও মুহূর্তে ধসে পড়তে পারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে উঁচু বাঁধ ওরাভিল ড্যাম। গতকাল ফেসবুকে দেয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছে খোদ ক্যালিফোর্নিয়ার ডিপার্টমেন্ট অব ওয়াটার রিসোর্স। ক্যালিফোর্নিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টির ফলে ২৩০ মিটার উচ্চতার বাঁধটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পানি জমে যায়। এক পর্যায়ে বাঁধে ফাটল দেখা দেয়ায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে।
বাঁধের ফাটল ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ফাটলের জায়গায় হেলিকপ্টার দিয়ে পাথর ফেলা হচ্ছে। ছেড়ে দেয়া হচ্ছে বাঁধের রিজার্ভে থাকা পানি।
বাঁধের ভাটিতে থাকা অন্তত দুই লাখ মানুষকে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কায় অন্যত্র সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। বাঁধের ভাটিতে থাকা ওরাভিল, গ্রিডলে, লাইভ ওক, মেরিসভিল, হোয়েট ল্যান্ড, ইউবা সিটি, প্লুমাস লেকসহ আশপাশের কয়েকটি কাউন্টির অধিবাসীদের জরুরিভিত্তিতে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।
বাসিন্দারা দ্রæত ওই এলাকা ত্যাগের চেষ্টা করায় সংলগ্ন প্রধান সড়কে ভয়াবহ ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে লেক ওরাভিল সংলগ্ন কয়েক মাইল এলাকাজুড়ে দীর্ঘ জ্যাম তৈরি হয়। জ্যাম দীর্ঘ সময় পর্যন্ত বিলম্বিত হতে থাকলে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। কর্মকর্তারা জানিয়েছেন, ওরাভিল ড্যামের পানির স্তর নামতে শুরু করলেও এখনও বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সূত্র: সিএনএন, বিবিসি, এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ