পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টারৎ : ব্রিটিশ লেবার পার্টির একটি প্রতিনিধি দল গত রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন। গুলশান কার্যালয়ে রাত সাড়ে ৮টায় এই সাক্ষাতে বাংলাদেশী বংশোভুত ব্রিটিশ হাউজ অব কমন্সের এমপি লেবার পার্টির নেতা ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ড. রুপা হকের নেতৃত্বে তিনজন এমপি রয়েছে। ঘণ্টাব্যাপী এই সাক্ষাৎ হয়। হাউজ অব কমন্সের অন্য দুই এমপি হলেন, ছায়া হেলথ সেক্রেটারি জোনাথন এসওয়ার্থ এবং ড্যাম রোসিও উইন্টারটন। লেবার পার্টির ‘এলএফবি’ গ্রæপের ১১ সদস্যের প্রতিনিধি দলে হাওয়ার্ড ডেভার, সৈয়দ আবুল বাশার ও আবদুল হাইসহ ব্যবসায়ী ও চিকিৎসক পেশাজীবিরা ছিলেন। ড. রুপা হকের ছেলে রাফি হক মরজি ও এই প্রতিনিধি দলে ছিলেন।
বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ও ব্যবসা-বাণিজ্যের বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে নেতৃবৃন্দ জানান। বৈঠকের পরে কোনো পক্ষ থেকে সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি। গত ১২ ফেব্রæয়ারি থেকে লেবার পার্টির এই প্রতিনিধি দলটি বাংলাদেশ সফরে আসেন। তারা সিলেট ও মৌলভীবাজার সফর শেষে ১৮ ফেব্রæয়ারি লন্ডন ফিরে যাবেন।
ঢাকা সফরের সময়ে প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
খালেদা জিয়ার সাথে সাক্ষাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মইন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
গত বছরের সেপ্টেম্বর মাসে লেবার পার্টির সদস্য বাংলাদেশী বংশোভূত হাউজ অব কমন্সের এমপি রুশনারা আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।