Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় এ্যাডভোকেসি সভায় তথ্য দেশে এই্ডস রোগী ৪ হাজার ৭৪১

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বগুড়া অফিস : জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক, আইনজীবী ধর্মীয় নেতা, এনজিও কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে এক এ্যাডভোকেসি (সেনসিটাইজেশন) সভা গতকাল সোমবার সকালে বগুড়ার জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজক এনজিও লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি বগুড়ার জেলা প্রশাসক মোঃ আশরাফ উদ্দিন, বিশেষ অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলীল ছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের বগুড়া ব্যুরো প্রধান মহসিন রাজু, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, ইসলামিক ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক আজমল হক, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের তত্ত¡াবধায়ক বিধান চন্দ্র মজুমদার, সরকারি আজিজুল হক কলেজের সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক জান্নাতুল সায়মাসহ বিপুলসংখ্যক সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, দেশে বর্তমানে ৪ হাজার ৭শ’ ৪১ জন এইডস রোগী রয়েছে, যা ক্রমান্বয়ে বাড়ছে বলে প্রাপ্ত তথ্য উদ্বেগজনক। ব্যাপক সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমে এই্ডস বিস্তার রোধ করতে হবে বলে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ