Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯ ফেব্রুয়ারিই হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে -ধর্মমন্ত্রী

নিবন্ধন প্রক্রিয়ায় কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী ১৯ ফেব্রুয়ারিই বেসরকারি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে। হজযাত্রীদের প্রাক-নিবন্ধন প্রক্রিয়ায় কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। সুষ্ঠু ও সুন্দর হজ ব্যবস্থাপনার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। গতকাল সোমবার ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান তার সচিবালয়স্থ দফতরে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত এক বৈঠকে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল, যুগ্ম-সচিব হাফিজ উদ্দিন, ধর্মমন্ত্রীর পিএস ও ভারপ্রাপ্ত পরিচালক হজ ড. আবুল কালাম আজাদ, হাবের সহ-সভাপতি ফরিদ আহমেদ মজুমদার, সিনিয়র সহকারী সচিব (হজ) আবুল হাসান, ধর্মমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবু সাঈদ, ধর্ম মন্ত্রণালয়ের নিয়োগকৃত আইটি ফার্ম বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক , সাবেক পরিচালক হজ ও সাবেক অতিরিক্ত সচিব বজলুল হক বিশ্বাস, আইটি ফার্মের পরিচালক মেশায়েব আহমেদ মাসুদ ও সোনালী ব্যাংকের প্রতিনিধি। বৈঠকে ধর্ম সচিব মো. আবদুল জলিল জানান, গতকাল পর্যন্ত ৬৭৩টি বেসরকারি হজ এজেন্সি হজ অফিসের সাথে হজ চুক্তি সম্পন্ন করেছে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর আপিলের শুনানি রোববার সম্পন্ন হয়েছে। ধর্ম সচিব বলেন, বৈধ হজ এজেন্সির দ্বিতীয় তালিকা শিগগিরই প্রকাশ করা হবে। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নিদের্শনায় সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তিনি হজযাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু করার জন্য সবাইকে প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করার অনুরোধ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ