Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে নিয়ে আবারও সমালোচনা করলেন মেরিল স্ট্রিপ

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্কারজয়ী অভিনেত্রী মেরিল স্ট্রিপ আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন। নিউ ইয়র্কের ন্যাশনাল এলজিবিটি গ্রুপের হিউম্যান রাইটস ক্যাম্পেইনের একটি অনুষ্ঠানে মেরিল স্ট্রিপ বলেন, জানুয়ারিতে গোল্ডেন গ্লোবের আসরে বক্তব্য দেয়ার পর থেকে তিনি ট্রাম্পের নিশানায় পরিণত হয়েছেন। গোল্ডেন গ্লোবের আসরে বক্তব্য দেয়ার পর মেরিল স্ট্রিপকে নিয়ে টুইটারে এক মন্তব্য পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে তিনি মিস স্ট্রিপকে ‹অতিমূল্যায়িত শিল্পী› হিসেবেও আখ্যায়িত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় আবেগঘন কন্ঠে মেরিল স্ট্রিপ হাসতে হাসতে বলেন, ্রহ্যাঁ আমি অবশ্যই একজন অতিমূল্যায়িত শিল্পী এবং বর্তমানে অতিরঞ্জিত শিল্পীও আমিগ্ধ।
‹যারা চরমপন্থী তাদের কর্মকা- নিয়ে আমাদের বিস্মিত হওয়া উচিত হবে না। আমরা যা ভেবেছিলাম, তার তুলনায় অনেক বেশি পরিবর্তন দেখতে পাচ্ছি। এমন নিরাপত্তাহীনতায় জীবনযাপন করতে হয়, একসময় সর্বনাশা সময় শুরু হতে পারে। প্রতিহিংসামূলক সময়ও চলে আসতে পারে। ্রআর স্বাধীনতা ঠুনকো বা ভঙ্গুর হলে সেটা কী রূপ নিতে পারে তা দেখানোর কারণে প্রেসিডেন্টকেও আমাদের ধন্যবাদ দিতে হবেগ্ধ-বলেন মেরিল স্ট্রিপ।
অস্কার জয়ের পাশাপাশি আমেরিকার গোল্ডেন গ্লোব লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মেরিল স্ট্রিপ। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ