পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মংলাবন্দর সংবাদদাতা : প্রাকৃতিক পরিবেশ নষ্ট করে শিল্পায়ন গড়ে উঠলে সুন্দরবন বাঁচানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি দাবি করেন সরকার রামপালের তাপ বিদ্যুৎকেন্দ্র নিয়ে মিথ্যাচার করছে। সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যেই তাপ বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হচ্ছে। সুন্দরবন হলো আমাদের হৃদপি-। এই হৃদপি- ক্ষতিগ্রস্ত হলে এশিযার এই অঞ্চলসহ সারা বিশ্বে এর বিরুপ প্রভাব পড়বে। এজন্যই আমাদের সকলের স্বার্থেই সুন্দরবন ও নদী রক্ষা করতে হবে।
মংলায় গতকাল রোববার সকালে রিভার ওয়াটার কিপারস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে সুন্দরবনের পশুর নদীর ভাঙন ও দূষণ থেকে দুই পাড়ের অধিবাসীদের রক্ষার দাবিতে আয়োজিত মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অপরিকল্পিত শিল্পায়ন হলে নদী দূষণ এবং ম্যানগ্রোভ বন ধ্বংসসহ সুন্দরবন উপকূলের কয়েক লাখ মানুষ বেকার ও উদ্বাস্তু হয়ে পড়বে বলেও মনে করেন তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াটার কিপারস বাংলাদেশ এর সমন্বয়কারী শরীফ জামিল, সুন্দরবন একাডেমির পরিচালক সুভাষ চন্দ্র বিশ্বাস ,খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, বাংলাদেশ বেতারের মংলা প্রতিনিধি নুর আলম শেখ, নারী নেত্রী গীতা হালদার প্রমুখ। সমাবেশে অংশ নেন সুন্দরবনের জেলে ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।