Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৃষ্ট ঘটনার সমাধানে দুদকের টিম সিলেটে

অভিযানের নামে হয়রানি

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে ‘নাটক’ সাজিয়ে দুদক কর্মকর্তাদের অভিযানের পর সৃষ্ট ঘটনার এখনো কোন সমাধান হয়নি। তবে এর সমাধানে দুর্নীতি দমন কমিশন, ঢাকা থেকে একটি প্রতিনিধি দল সিলেটে এসেছে। গতকাল শনিবার রাতে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাদের সাথে বিষয়টি নিয়ে বৈঠক করার কথা ছিল। তবে সন্ধ্যা সাড়ে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোন সমাধান বা বৈঠক হয়নি।
এ ব্যাপারে জানতে জাইলে সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীনের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দেওয়ার পর তিনি ফোন রিসিভ করে বলেন, ‘এখন কথা বলা যাবে না। মিটিংয়ে আছি।’ পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহিদুল ইসলাম চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার ফোন দেওয়ার পরও তিনি রিসিভ করেননি।
তবে জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানিয়েছে, বিষয়টি মিমাংসার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেটে এসেছেন। শনিবার রাতে তারা বিষয়টি মিমাংসার জন্য বৈঠক করবেন।
এদিকে, গতকাল শনিবার বিকাল অভিযুক্ত আজিজুর রহমানের সর্বশেষ অবস্থা জানতে উনার ব্যক্তিগত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। পরে বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি আক্তার আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আজিজ সাহেবের অবস্থা আমার জানা নেই। তবে ঢাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের একটি প্রতিনিধি দল সিলেটে এসেছেন।
প্রসঙ্গত, অভিযানের নামে গত বৃহস্পতিবার বিকেলে দুদক, সিলেটের উপপরিচালক শিরিন সুলতানার নেতৃত্বে একটি দল জেলা প্রশাসন কার্যালয়ে যায়। এ সময় তারা ‘নাটক সাজিয়ে’ সিলেট জেলা প্রশাসনের ৩০৭নং কক্ষ থেকে ব্যবসা বাণিজ্য শাখার অফিস সহকারি আবদুল আজিজকে আটক করেন। দুদকের টিম অভিযুক্ত আজিজকে নিয়ে আসার সময় জেলা প্রশাসনের কর্মচারীরা বাধা প্রদান করেন। হট্টগোলের মধ্যে আবদুল আজিজ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এসময় জেলা প্রশাসনের কর্মচারীরা দুদক টিমকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে পুলি প্রহরায় দুদক টিম বেরিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ