Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাইটার শ্রমিকদের একাংশের কর্মবিরতি

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বন্দর ও বহির্নোঙ্গরে অচলদশার শঙ্কা
চট্টগ্রাম ব্যুরো : অনেকটা আকস্মিকভাবে ধর্মঘট শুরু করেছে লাইটারেজ জাহাজ শ্রমিকদের একাংশ। এ অবস্থায় চট্টগ্রাম বন্দর ও বহির্নোঙ্গরে আমদানি পণ্য খালাসে অচলদশার আশঙ্কা করা হচ্ছে। তবে গতকাল শনিবার পর্যন্ত লাইটার শ্রমিকদের একাংশের ধর্মঘটে তেমন বড় প্রভাব পড়েনি। জানা গেছে, সরকার ঘোষিত বেতন-ভাতাসহ আনুষঙ্গিক সুযোগ-সুবিধার দাবিতে কর্মবিরতি পালন করছে লাইটার শ্রমিকদের একাংশ। গতকাল সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন শুরু হয়। এতে বন্দর বহির্নোঙ্গরে অলস ঠায় বসে থাকে অনেকগুলো লাইটারেজ কার্গো জাহাজ। তবে শ্রমিকদের আরেকটি অংশ লাইটারেজ জাহাজ মালিক পক্ষকে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। তারা এখন পর্যন্ত লাইটার কার্গো জাহাজে স্বাভাবিক কাজকর্ম করছে।
লাইটার কার্গো জাহাজ মালিকদের সমন্বিত নিয়ন্ত্রক সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল (ডব্লিউটিসি) সূত্র জানায়, গতকাল দুপুর নাগাদ হঠাৎ করেই কিছু শ্রমিক কর্মবিরতি পালন শুরু করে। তবে খুব শিগগির এ বিষয়ে সমাধানের প্রচেষ্টা চলছে।
এর আগে লাইটারেজ কার্গো জাহাজ শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ দাবি-দাওয়া না মানলে ১৩ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি শুরুর ঘোষণা দেয়া হয়েছিল। কিন্তু কিছু শ্রমিক গতকালই কর্মবিরতি শুরু করে। এতে আংশিক লাইটার জাহাজ সচল না থাকলেও অধিকাংশ লাইটার জাহাজ পণ্য নিয়ে যথারীতি বন্দর ছেড়ে গেছে। শ্রমিক সংগঠনের নেতাদের অভ্যন্তরীণ বিরোধ থাকার কারণে এক পক্ষ গতকাল কর্মবিরতি শুরু করে এবং আরেকটি পক্ষ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মালিকদের সময় বেঁধে দেয়।
শ্রমিকদের সূত্র জানায়, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব জাহাজের মালিক বর্ধিত বেতন-ভাতা দেবেন তাদের জাহাজের তালিকা করা হবে। সেসব লাইটার জাহাজে ‘সাদা পতাকা’ প্রদর্শন করে জাহাজ যথারীতি চলাচল করতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ