Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচন কোনো সরকারি দলের অধীনে হবে না-ব্যারিস্টার মওদুদ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (উপজেলা) সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন সকল প্রতিকূল অবস্থা ও বাধার মধ্যে আজকের সম্মেলন শতভাগ সফল হয়েছে। আগামী নির্বাচনে আমাদের জয় অবশ্যই হবে। নির্বাচন যদি সারা দেশে সুষ্ঠু হয় তাহলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বিপুল ভোটে জয় লাভ করবো। আগামী নির্বাচন কোন সরকারি দলের অধীনে হবে না। নির্বাচন কমিশন যেভাবেই করা হোক না কেন দলীয় সরকার ক্ষমতায় থাকলে তাহলে নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না।
বিএনপির এ সিনিয়র নেতা বলেন বাংলাদেশ জাতীয়বাদী দল একটি উদার ও গণতান্ত্রিক দল। এই দলকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সাথে যুক্ত করতে চায় যারা তারা ভুল করতেছে। ৫ জানুয়ারি নির্বাচনে দেশের মানুষকে ভোটবিহীন করা হয়েছে। দেশে ১৫৩ আসনে বিনা ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। অর্থাৎ ৫ কোটি ভোটার ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। আগামী নির্বাচন সুষ্ঠু হবে এবং সহায়ক সরকারের অধীনে হবে। যাকে খুশি তাকে জনগণ ভোট দিবে।
তিনি গতকাল শনিবার সকাল ১০টায় নোয়াখালীর কবিরহাট পৌরসভার পৌরমিলনায়তনে কবিরহাট উপজেলা ও কবিরহাট পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদ, ফোরকান-ই-আলম, ফখরুল ইসলাম দুলাল, মোস্তাফিজুর রহমান মনজু, আবু বাহার, জিয়াউল হক জিয়া, আরাফাত রহমান হাসান ও জাহাঙ্গীর হোসেন মাসুদ প্রমুখ।
মওদুদ আরো বলেন দেশে রাজনীতি ও গণতন্ত্র নেই। আমরা সম্মেলন করবো, অনুমতি পাওয়া যাচ্ছে না। অনেক কষ্ট করে অনুমতি নেয়া হয়েছে। দেশে রাজনীতি নেই একদলীয় রাজনীতি চলছে। যত বছর ক্ষমতায় থাকুন যত উন্নয়ন করুন, ফ্লাইওভার করুন কিন্তু দেশের সভ্যতা নেই, ইজ্জত নেই, সম্মান নেই। চলছে দুর্নীতি ও দুঃশাসন। এই জন্যই আগামী নির্বাচন এককভাবে করতে দেয়া হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ