Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিষয় : পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
শবনম জাহান
প্রভাষক
মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ
১.    উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ কী?
    (ক)    ঈযধরৎ-এড়াবৎহসবহঃ          (খ) চবৎসধহবহঃ-এড়াবৎহসবহঃ
    (গ) উবংশ-এড়াবৎহসবহঃ          (ঘ) ঞধনষব-এড়াবৎহসবহঃ
২.    গ্রিক শব্দ উবসড়ং অর্থ কী?
    (ক)    শাসন (খ) ক্ষমতা (গ) জনগণ (ঘ) গণতন্ত্র
৩.    আমলাতন্ত্রের জনক কে?
    (ক)    মন্টেস্কু (খ) ম্যাক্সওয়েবার (গ) এরিস্টটল (ঘ) জন লক
৪.    ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
    (ক)    ম্যাক্সওয়েবার (খ) হেগেল (গ) মন্টেস্কু (ঘ) লাস্কি
৫.    “লাল ফিতার দৌরাত্ম্য” বলতে বোঝায়-
    র.  দাপ্তরিক নিয়মকে অন্ধভাবে অনুসরণ রর. দাপ্তরিক নিয়মের আনুষ্ঠানিকতা
    ররর. দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা
    নিচের কোনটি সঠিক?
    (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৬.    নেতৃত্ব হলো আসাধারণ ক্ষমতা বা অন্যকে-
    র.     প্রভাবিত করে রর. উদ্যমী করে ররর. অনুপ্রাণিত করে
    নিচের কোনটি সঠিক?
    (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৭.    সুশাসনের পথে আমলাতন্ত্র অন্তরায় কারণ-
    র.     জবাবদিহিতার অভাব     রর. দাপ্তরিক নিয়মের আনুষ্ঠানিকতা
    ররর. দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা
    নিচের কোনটি সঠিক?
    (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৮.    প্রশাসনের দুর্নীতি ও অনিয়মের কারণে-
    র. জনগণ সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হয় রর. মৌলিক অধিকার লঙ্ঘিত হয়
    ররর. প্রশাসকরা সেবা প্রদানে নিরুৎসাহী হয়
    নিচের কোনটি সঠিক?                        (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
৯.    আইনের শাসন বলতে প্রধানত যে ধারণাটিকে বুঝায় তা হলো-
    র. ব্যক্তি স্বাধীনতা     রর. আইনের দৃষ্টিতে সাম্য ররর. ন্যয়বিচার
    নিচের কোনটি সঠিক?
    (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১০.    আইনের অনুশাসন বিরাজমান থাকলে-
    র.  বিনা বিচারে আটক করা যায় না রর. বিনা বিচারে শাস্তি প্রদান করা যায় না
    ররর. কোনো সরকারি কর্তৃপক্ষ আইনের অপব্যবহার করতে পারে না
    নিচের কোনটি সঠিক?
    (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১১.    সুশাসন প্রতিষ্ঠায় নিচের কোনটি সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ?
    র. কল্যাণমূলক রাষ্ট্র রর. নিরপেক্ষ সুশীল সমাজ ররর. নিরন্তর ও সমন্বিত কর্মপ্রচেষ্টা
    নিচের কোনটি সঠিক?
    (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১২.    সুশাসন বাধাগ্রস্ত হয়-
    (ক)    আইনের শাসন না থাকলে    (খ) সম্পদ না থাকলে
    (গ)    শক্তিশালী সামরিক বাহিনী না থাকলে (ঘ) জনসংখ্যা বেশি থাকলে
১৩.    পৌরনীতি বিষয়ের নতুন নাম কী?
    (ক) পৌরনীতি শাসন (খ) পৌরনীতি ও লোক প্রশাসন
    (গ) পৌরনীতি ও শাসন ব্যবস্থা (ঘ) পৌরনীতি ও সুশাসন
১৪.    আধুনিক বিশ্বকে কী বলা হয়?
    (ক)    কম্পিউটার বিশ্ব    (খ) মোবাইল বিশ্ব                (গ) ইন্টারনেট বিশ্ব    (ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব
১৫.    ই-গভর্নেন্স এর পূর্ণরূপ কী?
    (ক)    ইলেকট্রিক গভর্নেন্স    (খ) ইলেকট্রনিক গভর্নেন্স            (গ) ইলেকট্রনিকস গভর্নেন্স     (ঘ)    ইলেকট্রিফাইড গভর্নেন্স
১৬.    অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র-কথাটি কতটুকু যৌক্তিক?
    (ক)    আংশিক সঠিক (খ) পক্ষপাতিত্বমূলক
    (গ) যথার্থ ও সঠিক     (ঘ) শর্তসাপেক্ষ সঠিক
১৭.    দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করে-
    (ক)    ই-গভর্নেন্স (খ) তথ্য (গ) ক্ষমতার অপব্যবহার (ঘ) সিদ্ধান্ত গ্রহণ
১৮.    জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না?
    (ক)    বংশগত ঐক্য (খ) ভাষাগত ঐক্য (গ) ভৌগোলিক ঐক্য (ঘ) সাংস্কৃতিক ঐক্য
১৯.    ভিক্ষুককে ভিক্ষা দেওয়া কোন ধরনের কাজ?
    (ক) ধর্মীয় (খ) অর্থনৈতিক (গ) রাজনৈতিক (ঘ) সামাজিক
২০.    জনমত গঠনের মাধ্যম নয় কোনটি?
    (ক)    সংবাদপত্র (খ) রাজনৈতিক দল (গ) শিক্ষা প্রতিষ্ঠান (ঘ) আমলাতন্ত্র
২১.    সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে-
    র. উন্নয়ন বাধাগ্রস্ত হয়  রর. স্থিতিশীলতা বিনষ্ট হয় ররর. বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়
    নিচের কোনটি সঠিক?
    (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২২.    ই-সেবা পেতে হলে কোনটি প্রয়োজন?
    (ক)    ফ্যাক্স (খ) ইন্টারনেট (গ) মোবাইল (ঘ) কম্পিউটার
২৩.    নিয়োগের শর্ত অনুযায়ী আমলারা বিরত থাকেন-
    (ক)    জনসেবা থেকে    (খ) রাজনীতি হতে    (গ) জনগণ থেকে    (ঘ) সুশীল সমাজ হতে
    নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ
    রিয়াজ একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র। সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চায়। সে দেশের অস্থিতিশীল রাজনীতিকে স্থিতিশীল ও দুর্নীতি রোধ করে সর্বস্তরে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অর্জিত শিক্ষা কাজে লাগাতে চায়।  
২৪.    উদ্দীপকের রিয়াজের পাঠ্যবিষয় হিসেবে কোন পাঠ্যক্রমে রয়েছে?
    (ক) পৌরনীতি ও সুশাসন (খ) অর্থনীতি (গ) যুক্তিবিদ্যা (ঘ) সমাজবিজ্ঞান
২৫.    উদ্দীপকে আলোচিত প্রসঙ্গসমূহ উচ্চ শিক্ষার কোন পাঠ্যক্রমে রয়েছে?
    (ক)    সমাজবিজ্ঞান (খ) ভূগোল (গ) রাষ্ট্রবিজ্ঞান (ঘ) ইতিহাস
    নিচের উদ্দীপকটি পড় এবং ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
    জাহিদ সাহেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদের জন্য মনোনয়নপত্র দাখিল করেন। ত্রুটিজনিত কারণে তার মনোনয়ন বাতিল হয়। প্রার্থীপদ বাতিল হওয়ায় তিনি নির্বাচনে ভোটদানে বিরত থাকেন।
২৬.    ভোট প্রদান না করে জাহিদ সাহেব কোন কর্তব্য লঙ্ঘন করেন?
    (ক)    নৈতিক (খ) সামাজিক (গ) মানবিক (ঘ) আইনগত
২৭.    আইন মান্য করার কারণ হল-
    র.  শাস্তির ভগে রর. যৌক্তিকতার উপলব্ধি ররর. বাধ্য হয়ে
    নিচের কোনটি সঠিক?
    (ক)    র ও রর (খ) র ও ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
২৮.    বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে কোন দেশটিতে?
    (ক)    যুক্তরাষ্ট্র (খ) ভারত (গ) চীন (ঘ) যুক্তরাজ্য
২৯.    উৎপত্তিগত অর্থে জাতি ও জাতীয়তা বলতে বোঝায়-
    (ক)    একই বংশোদ্ভূত জাতি    (খ) সম আদর্শে বিশ্বাসী দল
    (গ)    সম ধর্মের অনুসারী    (ঘ) একই কর্মে বিশ্বাসী
৩০.    সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি?
    (ক)    দুইটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) পাঁচটি



 

Show all comments
  • আকিব ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪২ পিএম says : 0
    উত্তর গুলো পেলে ভালো হইত
    Total Reply(0) Reply
  • rifa ৪ নভেম্বর, ২০২০, ১০:৪৯ এএম says : 0
    Valo
    Total Reply(0) Reply
  • rifa ৪ নভেম্বর, ২০২০, ১০:৪৯ এএম says : 0
    উত্তরদেন
    Total Reply(0) Reply
  • শাপলা ৭ নভেম্বর, ২০২০, ১:০৭ পিএম says : 0
    ২২
    Total Reply(0) Reply
  • joy saha ৫ ডিসেম্বর, ২০২০, ৮:২৮ পিএম says : 0
    HSC পৌরনিতির ১ম পত্র সুশাসনের অন্তরায় কোনটি
    Total Reply(0) Reply
  • Sumaiya ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ পিএম says : 0
    Good
    Total Reply(0) Reply
  • সুজন ২১ মে, ২০২১, ৯:৪১ পিএম says : 0
    ২২ এর উত্তরটা বলেন।
    Total Reply(0) Reply
  • Fatema Tuj Johora ২৯ মে, ২০২১, ১:০৪ পিএম says : 0
    22 answer ta ki hobe...?
    Total Reply(0) Reply
  • farah ২৩ জুন, ২০২১, ৮:২৭ পিএম says : 0
    Valoi
    Total Reply(0) Reply
  • Fariha zarin ১০ সেপ্টেম্বর, ২০২১, ১০:৪১ এএম says : 0
    ৪ এর উত্তর
    Total Reply(0) Reply
  • Moriam ১ এপ্রিল, ২০২২, ৯:৪৭ এএম says : 0
    সব প্রশনের উত্তর চাই
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন