Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আজানরত অবস্থায়’ ইমাম খুন

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নামাজের ‘আজানরত অবস্থায়’ ‘মাদকসেবীর’ অতর্কিত হামলায় মসজিদের ইমাম খুন হয়েছে। গত বৃহস্পতিবার জোহরের নামাজের সময় এ ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
নিহত ইমাম মাওলানা ফজলুল হক (৯০) পৌরসভার দশপাড়া এলাকার কাশেম পাগলা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ধর্মীয় শিক্ষক।
হামলায় ইমামের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলে পথিমধ্যে তিনি মারা যান বলে তাঁর  মেয়ে নাসিমা জানিয়েছেন।
হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় মাওলানা ফজলুল হক জোহর নামাজের আযান দিচ্ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে এলাকার কলমতর এর ‘মাদকসেবী’ ছেলে বিপ্লব (৩৫) লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তার ডাক চিৎকারে লোকজন এসে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মো. কুতুব উদ্দিন জানান, ‘হামলাকারী বিপ্লবকে আটক করা হয়েছে। তদন্ত শেষে বিস্তরিত বলা যাবে।’
স্থানীয় ক’জন জানান, ‘মসজিদের ইমাম নিয়োগ নিয়ে ঝামেলা চলছে অনেক দিন ধরে। আর যে এই হামলা করেছে  সে একজন মাদকসেবী।’
ইমামের মেয়ে নাসিমা জানায়, ‘মসজিদের ইমাম নিয়োগ নিয়ে তারা ঝামেলা করছে। সেই জন্যই আমার বয়স্ক বাবার ওপর হামলা চালানো হয়েছে।’
এদিকে হামলাকারীর পিতা কলমতর বলেন, ‘আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। ভুল করে এ কা- করে ফেলেছে।’




 

Show all comments
  • shamsulhoque ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১:১১ এএম says : 0
    hotta karir baba bolece hotta kari manushik barsamyo hin bol kore shei ei hotta korece amader anurodh bichar bibagh jen bol na kore ei manushik barsamyo hin lokta ke hotta kore dhannyobad
    Total Reply(0) Reply
  • Monir Chowdhury ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৩৯ এএম says : 0
    আল্লাহপাক তাকে জান্নাতবাসী করুন.আম্মিন।
    Total Reply(0) Reply
  • Taki Bin Tajuddin ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৪০ এএম says : 0
    হে আল্লাহ! তুমিই একমাত্র ন্যায় বিচার কারি, বিচার করে আমাদেরকে দেখাও৷
    Total Reply(0) Reply
  • ফোরকান ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:০৬ পিএম says : 0
    এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।
    Total Reply(0) Reply
  • আবদুল হান্নান ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:১০ পিএম says : 0
    হামলাকারী কি মানষিক রোগী কিনা সেটা আগে পরীক্ষা করা হোক।
    Total Reply(0) Reply
  • বশির ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:১১ পিএম says : 0
    এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ৮:০২ এএম says : 0
    খুবই দূঃখজনক ঘটনা। সংবাদ পাঠকরে মনে হচ্ছে ইমাম সাহেব ষড়যন্ত্রের শিকার। আমার মনে হয় হামলাকারী বিপ্লবের বাবা কলমতরকে ভালভাবে জিজ্ঞাসা করা প্রয়োজন। এরপর আমি বলতে চাই আমাদের দেশের মুসলমানদেরকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা দরকার। বাঙ্গালিদের ভাষা বাংলা আর বাংলা ভাষায় কোরান আছে তাই আমি মনে করি স্কুলে হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী যা নাকি পুরো পুরি কোরানের প্রতিফলন স্কুলে শিক্ষা দেয়া প্রয়োজন। আমরা তাই নবী করিম (সাঃ) এর জীবন একটা বিষয় করে শুধু মাত্র অন্য ধর্মীয়দের জন্য বাধ্য নয় করে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ানো হয় তাহলে ধর্মটা সবার নিকট পরিষ্কার থাকবে এবং সেই মত আমরা প্রয়োজনে বাংলা কোরান পড়ে নিজেরাই আলোকিত হতে পারব মনে করি। আল্লাহ্‌ আমাদেরকে ধর্ম মতে চলার শক্তি দিন। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ