Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দল নিরপেক্ষ সরকার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না বি. চৌধুরী

‘বাংলাদেশের অলি আহাদ’ বইয়ের মোড়ক উন্মোচন

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দল নিরপেক্ষ সরকার না হলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে অ্যাডর্ন পাবলিকেশন কর্তৃক প্রকাশিত আবদুল হাই শিকদারের ‘বাংলাদেশের অলি আহাদ’ বইয়ের প্রকাশনা ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রফেসর আনোয়ারউল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অধ্যাপক আবদুল গফুর, ডা. জাফরউল্লাহ চৌধুরী, প্রফেসর মাহবুব উল্লাহ্, প্রফেসর ড. ইউসুফ হায়দার, কবি আবদুল হাই শিকদার, সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান ও সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, সঙ্কট নিরসনে সরকার ও বিরোধী দল উভয়কেই এগিয়ে আসতে হবে। তবে সরকাকেই বেশি দায়িত্ব পালন করতে হবে। সরকারকে আন্তরিক হয়ে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানেরও আহ্বান জানান তিনি।
অলি আহাদকে স্মরণ করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, অলি আহাদ ছিলেন একজন ব্যতিক্রমধর্মী রাজনীতিবিদ। তিনি ১৬-১৭ বার জেল খেটেছেন। তার মধ্যে কোনো লোভ ছিল না। আবুল হাই শিকদারের এই বইটি নতুন প্রজন্মের জন্য খুবই কাছে লাগবে।
ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার এক সময় অদম্য সাহস ছিল। কিন্তু সেই সাহস আজ কোথায় গেছে। প্রধানমন্ত্রীর কূটকৌশলের কাছে নাকি অন্য কোনো কারণে সাহস কমে গেছে।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি আর কতদিন ঘরে বসে থাকবেন। এবার রাস্তায় নেমে আসুন। আপনার সাথে এখনো জনগণ আছে। তারা আপনার পাশে থাকবে। ভয় পেলে চলবে না। #




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ