Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান সিইসির অধীনেই বিএনপিকে নির্বাচনে যেতে হবে : আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

আখাউড়া উপজেলা সংবাদদাতা : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাড. আনিসুল হক বলেছেন, আওয়ামী লীগের তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বানানো হয়নি। সংবিধান এবং আইনের মাধ্যমেই নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। বিএনপির কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, যারা আইন মানে না, নির্বাচন মানে না, তাদের মুখে আইনের  কথা  মানায়  না।
গতকাল (শুক্রবার) বেলা ১১টার  দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মোবাইল থেরাপী ভ্যান কার্যক্রমের উদ্বোধন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। প্রতিবন্ধীদের জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আনিসুল হক বলেন, বিএনপির সময় আমরা আজিজ মার্কা নির্বাচন দেখেছি। তাদের (বিএনপি) কাছ থেকে আমাদের শিখতে হবে না কিভাবে নির্বাচন কমিশন গঠন করতে হয়। আপনাদের (বিএনপি) কথায় নতুন সিইসি পদত্যাগ করবে না। বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আপনাদের নির্বাচনে অংশ নিতে হবে। এ নির্বাচন কমিশনই থাকবে। আপনারা মানেন আর না মানেন।
তিনি আরও বলেন, মহামান্য প্রেসিডেন্ট সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই দেশের বিখ্যাত  লোকদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছিলেন। সেই সার্চ কমিটির দেয়া ১০ জনের নাম থেকে প্রেসিডেন্ট নতুন নির্বাচন কমিশন গঠন করেছেন।
আনিসুল হক আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ১৯৭২ সালের সংবিধানে প্রতিবন্ধীদের জন্য একটা জায়গা রেখে গেছেন। সেই ব্যবস্থার ওপর দাঁড়িয়েই আমরা প্রতিবন্ধীদের সেবার মান উঁচু  থেকে আরো উঁচুতে নিয়ে যাব। ২০১৩ সালে প্রতিবন্ধীদের সুরক্ষায় আইন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ প্রতিবন্ধীদের কল্যাণে বিশ্বব্যাপী আন্দোলন করে যাচ্ছেন। প্রতিবন্ধীরা এখন আর অসহায় নন। কেননা তাদের সঙ্গে শেখ হাসিনা আছেন। আমিও তাদের পাশে থাকতে চাই।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক কামরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।
এর আগে মন্ত্রী প্রতিবন্ধীদের জন্য মোবাইল থেরাপী ভ্যান কার্যক্রমের উদ্বোধন এবং ৫০ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ