Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুর্নীতি প্রতিরোধে এফবিআইর সঙ্গে চুক্তি হচ্ছে দুদকের

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দুর্নীতি দমন ও প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সঙ্গে একটি সমঝোতা চুক্তি এমওইউ স্বাক্ষর করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  এ লক্ষ্যে সম্প্রতি দুদক এফবিআই-এর কাছে সহায়তা  চেয়ে একটি চিঠি পাঠালে দুদকের চেয়ারম্যানের কাছে এফবিআই ইতিবাচক সাড়া দিয়ে ফিরতি চিঠি পাঠিয়েছে। কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল সাংবাদিকদের বলেন, দুর্নীতি দমনে সহায়তা চেয়ে কিছুদিন আগে আমরা এফবিআইকে একটি চিঠি পাঠিয়েছিলাম; এর প্রেক্ষিতে এফবিআই সম্প্রতি এক চিঠিতে কমিশনের সঙ্গে কাজ করতে এবং সহায়তা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে। দুদকের চিঠিতে এফবিআইয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেয়া হয়েছিল। ফিরতি চিঠিতে এফবিআই এ নিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছে।
দুদক সূত্রে জানা যায়, এফবিআই থেকে চিঠি পাওয়ার পর ইতোমধ্যে সমঝোতা স্মারকের খসড়া তৈরির কাজ শুরু করেছে দুদক। এছাড়া সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করতে সম্প্রতি এফবিআই-এর প্রতিনিধিদের বাংলাদেশে আসার কথা রয়েছে। তন্মধ্যে এফবিআই ও দুদকের প্রতিনিধিরা মিলে সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করবেন। এরপর সেটি অনুমোদনের জন্য সরকারের অনুমতি চাইবে দুদক।  শুধু তাই নয়, সরকার সেটাকে অনুমতি দিলে এফবিআই ও দুদক উভয়পক্ষে সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করবে। এফবিআই দুর্নীতি বিরোধী শিক্ষা, প্রচার প্রকাশনা, প্রশিক্ষণ, কারিগরি সহায়তা, দুর্নীতির অভিযোগ অনুসন্ধান ও তদন্তসহ বিভিন্ন ক্ষেত্রে দুদককে সহায়তা দেয়া হবে বলে জানা গেছে।
ইতোমধ্যে দুদক ইন্দোনেশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, হংকং, ভুটান, রাশিয়া, অস্ট্রিয়া, মঙ্গোলিয়া, চীন ও মালয়েশিয়াসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের অভিপ্রায় ব্যক্ত করে চিঠি পাঠিয়েছে। শুধু তাই নয়, দুদকের একটি প্রতিনিধি দল ইতোমধ্যে ইন্দোনেশিয়া ও ভুটানে সফর করেছে এবং তাদের দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কথা বলেছে। তারাও দুদকের সঙ্গে একসঙ্গে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ