Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ১২ জন আহত ১৫ বাড়ি ভাংচুর

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে এলাকার আধিপত্য নিয়ে আওয়ামী লীগের দিনব্যাপী দু’গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত ১৫টি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে সেই সাথে সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির ট্রাক্টর ও প্রাইভেটকার ভাংচুর করেছে প্রতিপক্ষরা। আহতদের মধ্যে শফিকুল (৩০), সোহেল (৩২)ও শফিউল (৩০) ও শমশের (৪০) কে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন। সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি অভিযোগ করেন, গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বর্তমান চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকরা তার সমর্থকদের উপর একের পর এক হামলা নির্যাতন ভাংচুর করে আসছে। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ইউনিয়নের ছোনগাছা, টুপিপাড়া, খামারপাড়াসহ কয়েকটি গ্রামে একযোগে হামলা চালায় বর্তমার চেয়ারম্যানের সমর্থকরা। এ সময় পুলিশের সহযোগিতা চেয়ে কোন সহযোগিতা পাওয়া যায়নি এবং হামলাকারীরা পুলিশের উপস্থিতিতে তার সমর্থক মিজানুর, নজরুল, ইনত্জ, মজিদ, ওলিয়ার লাবু খান, বাবু খান মোকাদ্দেস জিল্লু বাদশা কমপক্ষে ১৫ টি বাড়ি ভাংচুর করে মালামাল লুটপাট করে বলেও অভিযোগ করেন। তাদের হামলা থেকে মুক্তিযুদ্ধে শ্রীপুর বাহিনীর অধিনায়ক আকবর হোসেন মিয়ার বাড়িও বাদ যায়নি। এ ঘটনা সম্পর্কে অপর পক্ষ বর্তমান চেয়ারম্যান মুস্তাসিম বিল্লাহ সংগ্রাম জানান, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করে আসলেও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ ও তার লোকজন ২ দিন আগে লিয়াকত মেম্বর ও কবির নামে তার এক সমর্থককে মারপিট ও ২ নারীকে লাঞ্ছিত করে। ওই ঘটনায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে এ হামলা  চালিয়েছে। তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান।
           
  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ