Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিরাত প্রবাসী ওবাইদুল হকের একক পাঁচটি বই এবারের একুশে বই মেলায়

| প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : আরব আমিরাত প্রবাসী কবি ও লেখক ওবাইদুল হকের একক পাঁচটি বই এখন অমর একুশে বই মেলায়। তার বইগুলো হলো ‘কষ্ট তোমায় এত দিনে চিনলাম’ ‘মা স্বদেশের মাঝে তোমায় খুঁজি’ ‘বিধুর বিসর্জন’ কষ্টের প্রবাস’ ও ‘ভুলিনি মাতৃভূমি’। একক এই সবগুলো বই প্রকাশ করেছে নন্দিতা প্রকাশনা। এছাড়া যৌথভাবে প্রকাশিত বইগুলো হলো ‘শব্দ মেঘ’ স্বপ্ন, সুখের সারথি’ স্বপ্ন সিঁড়ি’ ‘লাল সবুজের পতাকা’ ও ‘প্রবাসের গল্প-২’।
ওবাইদুল হক ইনকিলাবকে বলেন শৈশবে তার মাকে হারিয়ে যখন প্রায় নিঃস্ব তখন এ কলমের কালি ছাড়া অবশিষ্ট আর কিছুই ছিল না তার। পরিবারেরও বড় ছেলে তিনি। ২০০৫ সালে তার মা-জননী যখন ব্লাড ক্যান্সারে মারা যান তখন তার ছোট বোনটির বয়সও মাত্র সাত বছর। নানা প্রতিকূলতার মধ্যে কঠিন পথ পাড়ি দিয়ে সংসারের হাল ধরতে আসেন আরব আমিরাত। বলেন তার যে কষ্ট তা অনুভব করার মতো কেউ নেই। তাই প্রবাসে কঠোর পরিশ্রমের ফাঁকে ফাঁকে কবিতা লিখে দুঃখ-কষ্ট ও আনন্দকে স্মরণ করেন তিনি। তবে তার কাব্যের মাধ্যমে দেশ প্রেম, মাতৃত্ববোধ ও হত দরিদ্র মানুষের কল্যাণে কিছু করাই মূলত তার লক্ষ্য ও উদ্দেশ। এছাড়া তার মায়ের নামে তার নিজ গ্রাম চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর গ্রামের হাজারী হাট এলাকায় একটি ব্লাড ক্যান্সার হাসপাতাল করার পরিকল্পনার কথাও জানান জাতীয় কবিতা মঞ্চ আরব আমিরাতের সহ-সভাপতি কবি ওবাইদুল হক। তার বইগুলো পাওয়া যাবে একুশে বই মেলার ৪০৪ ও ৪০৫ নম্বর নন্দিতা প্রকাশনী স্টলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ