পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের মানুষের আস্থা অর্জনই ইসির বড় চ্যালেঞ্জ বার্নিকাট
যুক্তরাষ্ট্রও রোহিঙ্গাদের পাশে আছে
কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশের মতো জটিল রাজনৈতিক পরিবেশে আমি থাকিনি। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত এ মন্তব্য করেন।
বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে জানতে চাইলে বার্নিকাট বলেন, আমার ৩৫ বছরের কূটনৈতিক জীবনে আমি কখনোই বাংলাদেশে মতো জটিল রাজনৈতিক পরিস্থিতি দেখিনি। এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমরা সব সময় আলোচনা করি, এটা চলমান রয়েছে।
বৈঠকের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, মন্ত্রীর সঙ্গে অনেক ইস্যুতেই কথা হয়েছে, আমাদের নতুন প্রশাসন নিয়েও আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে বার্নিকাট বলেন, বন্ধু ও শুভাকাঙ্খী হিসেবে আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। তবে নতুন নির্বাচন কমিশনকে কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেন, আমরা আশা করি নতুন নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করতে পারবে এবং তাদের কাজে জনমতের প্রতিফলন ঘটবে। ইসি গঠন প্রক্রিয়া ও পরবর্তী বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে।
ভাগ্য বিড়ম্বিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করে বার্নিকাট বলেন, বাংলাদেশের মতো যুক্তরাষ্ট্রও তাদের পাশে আছে। তাদের আর্থিক সহযোগিতা দিচ্ছে। তিনি বলেন, রোহিঙ্গা বিষয়ে বাংলাদেশসহ আন্তর্জাতিক সম্প্রদায়কেও উদ্যোগ নিতে হবে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চায়।
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠিকে হাতিয়ার ঠেঙ্গার চরে স্থানান্তরের বিষয়ে মার্কিন অভিমত সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। তাদের বিষয়ে পরিষ্কার ধারণা নিচ্ছি। আমাদের অনেক প্রশ্ন রয়েছে এবং এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে চাই। রোহিঙ্গারা সেখানে যেতে চায় কিনা তাও দেখতে হবে। রোহিঙ্গারা মানসিক আঘাত পেয়েছে, এমন কিছু আমরা চাইবো না যাতে তারা পুনরায় মানসিক আঘাত পায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।