Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে বিএনপি যুব ও ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ যানবাহন ভাঙচুর : গ্রেফতার ২২

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর রমনা পার্ক এলাকায় বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি যানবাহনও ভাঙচুর হয়েছে। পুলিশ ঘটনাস্থল  থেকে ২২ ছাত্র ও যুবদলের ২২ নেতা-কর্মীকে আটক করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা  দেয়াকে  কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য দু’জন শাহবাগ থানায় এবং বাকিদের রমনা থানায় নিয়েছে পুলিশ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে রমনা পার্কের সামনে বিএনপি সমর্থিত নেতা-কর্মীরা গ-গোল সৃষ্টি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন আটক রয়েছে।
এছাড়া রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মোজাফ্ফর জানান, আনুমানিক ২০ জনের  অধিককে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাই শেষে তাদের ব্যাপারে পরবর্তী সীদ্বান্ত নেয়া হবে।  এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিএনপি সমর্থক নেতাকর্মীরা রমনা পার্ক এলাকায় জড়ো হলে কয়েকজন যুবক তাদের লাঠিপেটা করে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দিতে গতকাল বকশিবাজার বিশেষ আদালতে হাজির হওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়ার। তবে শারীরিক অসুস্থতার কারণে আদালতে হাজির হননি তিনি।



 

Show all comments
  • Nannu chowhan ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ৭:৪৯ এএম says : 0
    What kind of police very unfair shame less only one sided.the young worker of BNP was gathering to see their leader mrs zia by that time aowami bahini attack them.instate of arresting the aowamilig lig terror they got BNP workers,surprise!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ