Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের একমাত্র আধুনিক ফুলের বাজার হচ্ছে গদখালীতে, এলজিইডির একগুচ্ছ কর্মসূচি যশোরের চাষিদের জন্য

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, যশোর : ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালীর কৃষকদের জন্য সুখবর নিয়ে এসেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। ফুলচাষিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সেখানে হতে যাচ্ছে দেশের একমাত্র আধুনিক ফুলের বাজার। নির্মাণ হতে চলেছে কোল্ডস্টোরেজও। কৃষকদের এ সুবিধা দিতে ইউএসএআইডির অর্থায়নে ইতোমধ্যে সার্ভে কাজ সম্পন্ন হয়েছে।
শুধু তাই নয়, গদখালীর মতো যশোরের গ্রামাঞ্চলে আরো ১২টি আধুনিক বাজার ও ১২টি কালেকশন সেন্টার নির্মাণ হতে চলেছে। আর এসব বাজার ও সেন্টারে চাষিদের উৎপাদিত সবজি-ফুল আনা-নেয়ার সুবিধার্থে নির্মাণ করা হচ্ছে ১০০ কিলোমিটার রাস্তা। ২০১৯ সালের মধ্যেই সব কার্যক্রম সম্পন্ন করে কৃষকদের নিরাপদ ফুল ও সবজি উৎপাদনে সহযোগিতা করা হবে। বৃহস্পতিবার এলজিইডি যশোর ট্রেনিং সেন্টারে বাংলাদেশ অ্যাগ্রিকালচার ইনফ্রাসট্রাকচার ডেভেলপমেন্ট প্রোগ্রামের (বিএআইডিপি) দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য দিয়েছেন প্রকল্পের ব্যবস্থাপক মিশেল জি নেলসন। তিনি বলেন, বিএআইডিপি কর্মসূচি বাস্তবায়নে দক্ষিণাঞ্চলে ব্যয় হবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদন, ফুল চাষ, বীজ সংরক্ষণ এবং উৎপাদিত ফসল বাজারে আনা-নেয়ার জন্য অবকাঠামো নির্মাণে এ অর্থ খরচ করা হবে। তিনি গদখালীর ফুল চাষকে গুরুত্ব দিয়ে বলেন, চাষিরা যাতে ভালো দাম পায় এ জন্য সেখানে দেশের একমাত্র আধুনিক ফুলের বাজার স্থাপন ও কোল্ড স্টোরেজ নির্মাণ করা হচ্ছে।
প্রকল্প পরিচালক জসীম উদ্দিন বলেন, ২০১৫ সাল থেকে এ প্রকল্পটি শুরু হয়েছে। আগামী ২০১৯ সালের মধ্যে সব কাজ শেষ করে ভালো ফসল উৎপাদনে কৃষকদের সহযোগিতা করা হবে। এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম সিদ্দিকী বলেন, কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পান না। এতে তারা ফসল উৎপাদনে উৎসাহ হারায়। তাই বাজার ডেভেলপমেন্ট ও গ্রামের রাস্তা নির্মাণ করা হবে। যাতে কৃষকরা কালেকশন সেন্টারে পণ্য আনতে পারেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাইফুল আলম। আরো বক্তব্য রাখেন ইউএস আর্মি ইঞ্জিনিয়ারের প্রজেক্ট ম্যানেজার রবার্ট এম লিচ, ডিজাইন ইঞ্জিনিয়ার স্টিভ জিপার্ট। অনুষ্ঠান পরিচালনা করেন এলজিইডি যশোরের সিনিয়র সহকারী প্রকৌশলী জাহিদ হোসেন খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ