Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে চালককে কুপিয়ে প্রাইভেট কার ছিনতাই

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর কলাবাগান এলাকায় চালককে কুপিয়ে একটি প্রাইভেট কার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত চালকের নাম কে এম রানা। গতকাল বৃহস্পতিবার ভোরে লাজ ফার্মার সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। রানাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ভুক্তভোগী জানায়, গতকাল ভোর ৫টার দিকে লাজ ফার্মার সামনে তার প্রাইভেট কার (নম্বর ঢাকা মেট্রো-গ ৮২৭৫) পার্ক করা ছিল। ওই সময় পিকআপ ভ্যানে আসা চার-পাঁচজন ছিনতাইকারী ধারালো ছুরি দিয়ে তার পিঠে ও বাম পায়ের পেছনে ঊরুতে আঘাত করে। এ সময় তার কাছে থাকা নগদ আট হাজার টাকা ও প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায় তারা। পরে মাসুদ নামের আরেক গাড়িচালক তাকে হাসপাতালে নিয়ে আসেন। এ ঘটনায় কলাবাগান থানায় মামলা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ প্রাইভেট কারটি উদ্ধার করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ