Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বনবিভাগের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ আটককৃত ৮০ মণ ইলিশ নিমিষেই হয়ে গেল ১০মণ

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শরণখোলা উপজেলা সংবাদদাতা : পূর্ব সুন্দরবনের সুপতি স্টেশনে আটক তিন ট্রলার বোঝাই জাটকাসহ বিভিন্ন সাইজের ইলিশ শরণখোলা রেঞ্জের ঘাটে আসার পূর্বেই তা রেঞ্জ কার্যালয়ে গোপনে নিলাম দেখানো হয়েছে। এলাকাবাসী নিলামে অংশ নিতে শরণখোলা রেঞ্জে গিয়ে ইতোমধ্যেই নিলাম সম্পন্ন হওয়ায় খবর শুনে হতভম্ব হয়ে যান। প্রায় ৮০ মণ জাটকা নিলামে ১০ মণ এবং  মাত্র ৮০ হাজার টাকায় বিক্রি  দেখিয়ে সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে ৩টি পাশবিহীন ফিসিং ট্রলার বঙ্গোপসাগরে অবৈধভাবে জাটকাসহ বিভিন্ন সাইজের ইলিশ শিকার করে ফিরে আসার পথে সুপতি স্টেশন কোস্টগার্ড তা আটক করে। সুপতি স্টেশনের কর্মকর্তাদের কাছে হস্তান্তরকৃত মাছ ও ট্রলার মঙ্গলবার রাত ১১টায় শরণখোলা রেঞ্জ অফিসের ঘাটে পৌঁছানোর  ৬ ঘণ্টা পূর্বেই বিকেলে ৫টায় তা নিলাম দেখানো হয়। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আকন আলমগীর, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন ও ছাত্রলীগ নেতা জিয়াউল হাসান তেনজিন সহ অন্যান্য মৎস্য ব্যবসায়ীরা অভিযোগ করে  জানান, লোকমুখে খবর শুনে নিলামে অংশ নিতে রেঞ্জ অফিসে অফিসে গিয়ে জানতে পারেন কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই গোপনে প্রায় আট লাখ টাকার মাছ নাম মাত্র ৮০ হাজার টাকায় নিলাম দেখানো হয়েছে। নিয়মানুযায়ী  এলাকায় কোন মাইকিং বা প্রচারণা চালানো হয়নি। মোটা অংকের উৎকোচ নিয়ে বনভিাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরকারের বিপুল অংকের রাজস্ব ফাঁকি দিয়ে লোক দেখানো নিলামের কাজ সেরেছে বলে তাদের অভিযোগ। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ হোসেনের কাছে এ বিষয়ে জানতে চ্ইালে তিনি কোনো তথ্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।  বন সংরক্ষক (খুলনা অঞ্চল) জহির উদ্দিন জানান, বিষয়টি তার জানা নেই। তবে, এ ধরনের কোনো অনিয়ম ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো: সফিউল আলম চৌধুরী মুঠোফানে বলেন, সিএফ (খুলনা) সার্কেলকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেয়া হচ্ছে।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ