Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে কৃষক সমাবেশ ও মাঠ দিবস অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিআরআই) এবং সরেজমিন গবেষণা বিভাগ-এর যৌথ উদ্যোগে ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণে ৪ ফসলীভিত্তিক ফসলধারায় বারি সরিষা-১৫ উৎপাদন কার্যক্রমের উপর ১ দিনব্যাপী কৃষক সমাবেশ ও মাঠ দিবস সদর উপজেলার চাপাতলী গ্রামে গত মঙ্গলবার অনুষ্ঠিত  হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বরিশালের আঞ্চলিক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উপ-পরিচালক আবদুর রাজ্জাক এবং আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র মাদারীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ বিভাগের সরেজমিন গবেষণা শাখা (বিএআরআই)-এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: মহিউদ্দিন-এর সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ। ফরিদপুরের বৈজ্ঞানিক কর্মকতা এফ এম রুহুল কুদ্দুস অনুষ্ঠান সঞ্চালনা করেন। মোট শতাধিক চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাঠ দিবসে বিশেষজ্ঞরা একই জমিতে চার ফসলভিত্তিক ফসলধারা সরিষা মুগ পাট রোপা আমন সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ