Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

কুড়িগ্রাম সীমান্তে ২৮ লাখ টাকার সুখী বড়ি আটক

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়ারচর সীমান্ত এলাকা থেকে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের বাংলাদেশী সুখী বড়ি আটক করেছে বিজিবি। গতকাল বুধবার ভোর রাতে পাখিউড়ারচর বিওপির জেসিও নায়েব সুবেদার মো: রুহুল আমিনের নেতৃত্বে বিজিবি’র একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক পিলার নং-১০৩৯ এর ৮এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আইরমারী নামক স্থানে অবস্থান গ্রহণ করে। পরে ২ জন লোক হেঁটে মাথায় বস্তা নিয়ে টহল দলের নিকটবর্তী হলে টহল দলকে দেখামাত্রই মাথার বস্তা মাটিতে ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকে বিজিবি টহল দল বাংলাদেশী ৩৭ হাজার ১০০ পাতা বাংলাদেশী সুখী বড়ি আটক করে। জব্দকৃত সুখী বড়ির মূল্য ২৭ লাখ ৮২ হাজার ৫৭০ টাকা।  ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আউয়াল আহম্মেদ বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা এসব সুখী বড়ি সীমান্তের কাছে নিয়ে যাচ্ছিল। জব্দকৃত সুখী বড়ি কাস্টমস অফিসে জমা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ