পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : নির্বাচনের রেফারি নিযুক্ত হয়ে গেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, আমি বিশ্বাস করি সব দল আগামী নির্বাচনে অংশ নেবে। নির্বাচন কমিশন নিয়ে বিএনপি অহেতুক কথা বলে চাপ সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। গতকাল (বুধবার) চট্টগ্রাম সার্কিটহাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে ‘স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে’ আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ২০১৯ সালে যে নির্বাচন হবে তাতে সব দল অংশ নেবে। ইলেকশন কমিশনের কাজ কী? আইন মেনে কাজ করা। আইনের বই সামনে থাকবে। সেই বইয়ের ভিত্তিতে নির্বাচন পরিচালনা করবে। বিএনপির সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিএনপি অহেতুক কথা বলে। তারা চাপ সৃষ্টি করতে চায়। এটি তাদের কৌশল। আমরা মাইন্ড করিনি। কারণ নির্বাচনে অংশগ্রহণ ছাড়া তাদের উপায় নেই।
সভায় সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।