Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

| প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদকের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুরে মাদকবিরোধী আন্দোলনে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘শাহজাহানপুর যুব সংঘ’ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা  দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, মাদকের বিরুদ্ধে আজ এই শাহজাহানপুর যুবসমাজের সমাবেশ থেকে জিহাদ ঘোষণা করলাম। আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কোনো ছাড় দেয়া হবে না এর সঙ্গে জড়িতদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামীতে মাদকমুক্ত একটি বাংলাদেশ দেখতে চান। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। যুবসমাজকে সজাগ ও সচেতন করার উদ্যোগ নিয়েছি। মাদকের ক্ষতিকারক দিকগুলো যুবসমাজকে বোঝাতে হবে। নেশার জগৎ থেকে তাদের ঘুরে দাঁড়াতে উদ্বুদ্ধ করতে হবে।
আওয়ামী যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সহ-সভাপতি আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার ও যুব সংঘের সাধারণ সম্পাদক নূরের নবী ভূইয়া রাজু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ