Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

কৈলাস সত্যার্থীর ‘নোবেল’ চুরি!

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : গতকাল ভোরে তার দিল্লির বাড়ি থেকে ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সমাজকর্মী কৈলাস সত্যার্থীর পদক চুরি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নোবেল ছাড়াও তার অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি হয়েছে বলে জানা গেছে। যদিও ঘটনার সময় তার বাড়িতে নোবেল পদকের রেপ্লিকাটিই রাখা ছিল। আসল পদকটি এখন রয়েছে ‘রাষ্ট্রপতি ভবন’-এ। গত মাসেই পদকটি দেশকে উৎসর্গ করেন সত্যার্থী। আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের হাতে পদকটি তুলে দেন তিনি। সে সময় থেকেই তা প্রেসিডেন্ট ভবনের সংগ্রহশালায় রয়েছে। নোবেল জয়ী সমাজসেবী কৈলাসের বাড়ি রাজধানীর অভিজাত অলকানন্দা এলাকায়।
২০১৪ সালে পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের সঙ্গে যুগ্মভাবে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন তিনি। চুরির সময় অবশ্য কৈলাস বাড়িতে ছিলেন না। কাজের সূত্রে তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। পুলিশের অনুমান, ওই পদকটি যে আসল নয়, তা হয়তো চোরেরা জানতো না। ঘটনার পর তদন্তে নেমে স্থানীয় কয়েকজন অপরাধীসহ এলাকার সমস্ত পুরনো জিনিসের কারবারীদের আটক করেছে পুলিশ।
এর আগে শান্তিনিকেতন থেকে রবীন্দ্রনাথের নোবেল পদকটি চুরি হয়েছিল। সেই চুরির ঘটনা তদন্ত করতে সিবিআই মাঠে নেমেছিল। কিন্তু, এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ