পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সরকারি-বেসরকারি সব খাতেই কম-বেশি দুর্নীতি রয়েছে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও দুর্নীতি প্রতিরোধে এনজিওদের ভূমিকা’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজক এনজিওবিষয়ক ব্যুরো। অনুষ্ঠানে দেশের শীর্ষ পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংগঠনগুলোর (এনজিও) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দুদক চেয়ারম্যান বলেন, গত বছর চার শতাধিক ব্যক্তিকে দুর্নীতির মামলায় গ্রেফতার করা হয়েছে। এটাকে অনেকে সমালোচনা করে বলেন, কমিশনের এ গ্রেফতারের পরিপ্রেক্ষিতে ঘুষ চাওয়ার প্রবণতা কমলেও ঘুষের পরিমাণ বেড়ে গেছে।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন অসম্ভব নয়, কিন্তু কঠিন। ঘুষের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ঘুষ দেয়ার আগেই কমিশনকে জানানো হলে ঘুষ গ্রহণকারীকে ফাঁদ পেতে গ্রেফতার করা হচ্ছে।
দুদক চেয়ারম্যান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসুন, কাউকেই ছাড় দেয়া হবে না। এ ক্ষেত্রে ঘুষ গ্রহণকারীর সামাজিক, পেশাগত কিংবা অন্য কোনো পরিচয় কমিশনের কাছে গুরুত্ব নেই।
ইকবাল মাহমুদ বলেন, আগামী প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ তৈরির জন্য কমিশন নানা উদ্যোগ নিয়েছে।
এনজিও প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের অ্যাডভোকেসি কর্মসূচি বিশ্বব্যাপী প্রশংসিত। তাই দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে এ সকল কর্মসূচিতে দুর্নীতির ধারণা, কুফল ইত্যাদি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন তৈরিতে ভূমিকা রাখুন। এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, অ্যাকশন এইডের এ দেশীয় প্রধান ফারাহ কবীর প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।