Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন কমিশন জাতির প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে : হানিফ

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : টান টান উত্তেজনার মধ্যে দিয়েই ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের বর্র্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ বর্ধিত সভা উপলক্ষে দু’গ্রুপের উত্তেজনা ছিল বেশ আগ থেকেই। গতকাল মঙ্গলবার সকালে বর্ধিত সভা শুরু আগে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনের সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য মোকতাদির চৌধুরী গ্রুপ ও সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিনের সমর্থকদের দুটি মিছিল মুখোমুখি হলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল হানিফ বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি সকল রাজনৈতিক দলের কাছ থেকে তালিকা নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। আমরা আশা করি, যে নির্বাচন কমিশন গঠিত হবে তা জাতির প্রত্যাশা পূরন করতে সক্ষম হবে। রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি বিএনপিসহ সব দল নির্বাচন কমিশনকে সহায়তা করবে। বিএনপি দেশের দ্বিতীয় বৃহৎ রাজনৈতিক দল। তাদের উচিৎ বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, নতুন ইসিকে সহায়তা করা। নতুন ইসি জাতির প্রত্যাশা পূরণে সক্ষম হবে উল্লেখ করে তিনি সকল রাজনৈতিক দলের প্রতি ইসিকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। তিনি গতকাল মঙ্গলবার স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, অশুভ চক্রান্তকে মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে ভূলত্রুটি থাকতে পারে। আমরা মানুষ। তাই ভুল ক্রটি হতে পাবে। এসব সংশোধন করে আমাদের এগিয়ে যেতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. ফজিলাতুন্নেচ্ছা বাপ্পী। সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সিনিয়র সহ-সভাপতি হেলাল উ্িদ্দন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াসিন, মুজিবুরর রহমান বাবুল প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ