Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আধিপত্য বিস্তারের জের চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীর বাকলিয়ায় ‘আধিপত্য বিস্তারের’ জেরে প্রতিপক্ষের গুলিতে ছাত্রলীগের নগর কমিটির সদস্য তানজিরুল হক আহত হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় বাকলিয়া থানার চাক্তাই আমিন হাজি সড়কে এ ঘটনা ঘটে।
তানজিরুল হক নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ঘটনার বিষয়ে বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ডান হাঁটুর ওপরের অংশে গুলিবিদ্ধ অবস্থায় তানজিরুল হককে হাসপাতালে আনা হয়। গুলিতে পায়ের হাড় ভেঙে গেছে। আঘাত গুরুতর তবে এখন তিনি আশঙ্কামুক্ত আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ঘটনার কথা শুনেছি। এলাকায় কিছু সমস্যা আছে। তবে কারা, কেন গুলি করেছে তা আগে বের করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ