Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন বছর পর কবর থেকে নায়িকা অন্তরার হাড়গোড় উত্তোলন

| প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তিন বছর পর চিত্রনায়িকা পারভীন আক্তার লাকি ওরফে অন্তরার (৩৩) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আজিমপুর পুরাতন কবরস্থান থেকে তার লাশ তোলা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মাসুদ রানার উপস্থিতিতে অন্তরার মা আমেনা খাতুনের শনাক্ত মতে তা উত্তোলন করা হয়েছে।
কবর খুঁড়ে ময়নাতদন্তের জন্য শরীরের ৬৭টি হাড় ও মাথার খুলি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত উপ-কমিশনার আমিনুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ২০১০ সালের ২৬ মে শফিকুল ইসলাম খোকনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে আইয়ান ইসলাম নামে এক পুত্রসন্তান জন্ম নেয়। ২০১৪ সালের ২ জানুয়ারি অন্তরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মগবাজার মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২০১৫ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকের দিকে হাড়গোড় ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। ডিএনএ নমুনা সংগ্রহ অনুরোধ করা হয়েছে সুরতহাল প্রতিবেদনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ