Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৃত্যুদন্ডাদেশের পাঁচজনসহ ২৬ আসামি হাইকোর্টে খালাস

আবদুল লতিফ হত্যা মামলা

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আবদুল লতিফ নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত ৫ জন এবং যাবজ্জীবন সাজার ২১ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। গতকাল সোমবার মৃত্যুদন্ডাদেশপ্রাপ্তদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। ডেথ রেফারেন্স খারিজ ও আপিল মঞ্জুর করে এই রায় দেয়া হয়।
আদালতে আপিলকারীর পক্ষে অন্যদের মধ্যে ছিলেন আইনজীবী রাবেয়া ভূঁইয়া ও ইব্রাহিম মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল। এ ছাড়া রাষ্ট্রনিযুক্ত হিসেবে ছিলেন আইনজীবী বাহার উদ্দিন আল রাজী।
মনিরুজ্জামান রুবেল সাংবাদিকদের বলেন, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ না হওয়ায় দ-প্রাপ্তদের খালাস দেয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন, সুরতহাল প্রতিবেদন, সাক্ষীদের বক্তব্যে অসঙ্গতি ও গরমিল থাকায় আদালতের কাছে অভিযোগ বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করবে বলে তিনি জানান।
আইনজীবী সূত্র জানায়, ১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টা থেকে ভোর পাঁচটার মধ্যে আবদুল লতিফ নামের এক ব্যক্তিকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। তিনি আড়াইহাজারের মর্দাসাদি গ্রামের বাসিন্দা ছিলেন। ওই দিনই নিহত ব্যক্তির ভাই আবদুল হান্নান ২৪ জনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেন। এই মামলায় ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০০৯ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জের আদালত রায় দেন। রায়ে পাঁচজনের মৃত্যুদ- ও ২১ জনকে যাবজ্জীবন কারাদ- দেয়া হয়। এরপর ওই বছরই  মৃত্যুদ-প্রাপ্তদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা আপিল ও জেল আপিল করেন। এসবের ওপর শুনানি শেষে গত রোববার আদালত রায় দেয়া শুরু করেন। রায় শেষ হয় সোমবার।
আইনজীবী বাহার উদ্দিন আল রাজী জানান, বিচারক আদালতে মৃত্যুদ-প্রাপ্ত পাঁচজনের মধ্যে ওমর আলী মারা গেছেন। বাকি চারজন হলেন মো. বারেক, মো. সোহেল ওরফে শফি, আফাজউদ্দিন ও শওকত আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ