পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাতে জোটের বৈঠক
স্টাফ রিপোর্টার : সদ্য গঠিত নতুন নির্বাচন কমিশন নিয়ে আজ রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এর আগে জোটের বৈঠক করবেন বেগম খালেদা জিয়া।
এদিকে গতকাল সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক হলেও এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেনি দলটি।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে জানান, মহাসচিব জানিয়েছেন, রাত সাড়ে ৮টায় ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডাকা হয়েছে। এরপর নতুন নির্বাচন কমিশনের বিষয়ে গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন মহাসচিব।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব কে এম নূরুল হুদা, পরবর্তী সংসদ নির্বাচনের সময় যার নেতৃত্বে পরিচালিত হবে সাংবিধানিক সংস্থাটি।
২০০৬ সালে অবসরে যাওয়া নূরুল হুদা নির্বাচন কমিশনার হিসেবে পাচ্ছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরীকে।
নতুন ইসি নিয়োগে সার্চ কমিটির ১০টি নামের সুপারিশ থেকে পাঁচজনের এই ইসি প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ গঠন করেছেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম গত সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে জানান।
মন্ত্রি পরিষদ বিভাগের সংবাদ সম্মেলনের পর রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে নতুন নির্বাচন কমিশনের সদস্যদের বিষয়ে নিয়ে আলোচনা হয়।
বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জে. অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এদিকে দলের উপদেষ্টা পরিষদ ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে যে সিরিজ বৈঠক করার কথা ছিল তার দিনক্ষণ পরিবর্তনের কথা জানায়নি বিএনপি। আজ ভাইস চেয়ারম্যানদের নিয়ে গুলশান কার্যালয়ে বৈঠক হবার কথা ছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।