Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুরঞ্জিত সেনের শেষকৃত্য সম্পন্ন

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিলেট ও সুনামগঞ্জে জনতার শেষ শ্রদ্ধা
সিলেট অফিস : অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিতসেন গুপ্তকে শেষ শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় জানিয়েছেন সিলেটবাসী। গতকাল সোমবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা সুরঞ্জিতের কফিনে ফুল দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদ মিনার এলাকায় শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তার মরদেহ সুনামগঞ্জে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করা হয়। গতকাল বেলা সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সুরঞ্জিতসেন গুপ্তকে বহনকারী হেলিকপ্টার। সেখান থেকে অ্যাম্বুলেন্সে সুরঞ্জিতসেনের লাশ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে অপেক্ষারত হাজারো জনতা সুরঞ্জিতের কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠন সুরঞ্জিতসেন গুপ্তের পাশে শ্রদ্ধা নিবেদন করেছে।
শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে মোমেন, মুহিবুর রহমান মানিক এমপি, আবদুল মজিদ খান এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন প্রমুখ।
বিএনপির শ্রদ্ধাজ্ঞাপন : সুরঞ্জিতসেন গুপ্তের কফিনে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগী সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা আহাদুস সামাদ চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, হুমায়ুন কবির শাহীন, রেজাউল হাসান কয়েস লোদী, অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, এমদাদ হোসেন চৌধুরী, আবুল কাশেম, শামীম আহমদ, মুফতি নেহাল উদ্দীন, নারায়ণ পুরকায়স্থ ফনি, অ্যাডভোকেট ফখরুল হক, আবদুল লতিফ খান প্রমুখ।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর সুরঞ্জিতসেন গুপ্তের মরদেহ সুনামগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে তার নিজ জন্মস্থান দিরাইয়ে শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রসঙ্গত, গত রোববার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিতসেন গুপ্ত।
সুনামগঞ্জে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা
সুনামগঞ্জ জেলা সংবাদদাতা : ভাটির জনপদ সুনামগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য সুরঞ্জিতসেন গুপ্তের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন সুনামগঞ্জের সর্বস্তরের মানুষ। সুনামগঞ্জ কালেক্টরেট ভবনের স্মৃতিসৌধের অস্থায়ী মঞ্চে শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষ ছুটে আসে। তাদের প্রাণপ্রিয় নেতাকে শেষবারের মতো একনজর দেখার জন্য পাগলের মতো হুমড়ি খেয়ে ছুটে যান লাশের কাছে। অনেকেই দীঘক্ষণ লাইন ধরে ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে শ্রদ্বা নিবেদন করেন। মানুষের ভিড় সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে   হিমশিম খেতে হয়েছে। ঢাকা থেকে সুরঞ্জিতসেন গুপ্তের লাশ প্রথমে সিলেটে ও পরে সুনামগঞ্জের কালেক্টরেট ভবনের সামনে অস্থায়ী মঞ্চে নিয়ে আসা হয় বেলা ১টা ২৫ মিনিটে। দীর্ঘক্ষণ শ্রদ্ধা নিবেদনের পর তার লাশ নিয়ে যাওয়া হয় তার শৈশব বিজড়িত দিরাই ও শাল্লায়। দিরাই-শাল্লা সংসদীয় আসন থেকে সুরঞ্জিতসেন গুপ্ত ছয়বার সংসদ সদস্য এবং হবিগঞ্জের একটি আসন থেকে একবার মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সুনামগঞ্জ কালেক্টরেটের অস্থায়ী মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সুরঞ্জিতসেন গুপ্তের ছেলে সৌমেনসেন গুপ্ত, কেন্দ্রীয় নেতা পঙ্খজ দেবনাথ, মিসবাহ উদ্দিন সিরাজ, আহমদ হোসেন প্রমুখ। সৌমনসেন গুপ্ত তার বক্তব্যে সুনামগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে তার বাবার জন্য দোয়া চান।  
সুরঞ্জিতসেনের শেষকৃত্য সম্পন্ন
দিরাই উপজেলা সংবাদদাতা : জাতীয় পতাকা দিয়ে মোড়ানো কফিন; বিউগলের করুণ সুর আর সর্বস্তরের জনতার ভালোবাসায় সিক্ত পুষ্পস্তবক অর্পণ এবং সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চন্দন কাঠের আগুনে দাহ করার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে বর্ষিয়ান রাজনীতিক, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিতসেন গুপ্তের শেষকৃত্য অনুষ্ঠান। সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরসভার তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয় এ শেষকৃত্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৪টায় সুরঞ্জিতসেন গুপ্তের লাশ হেলিকপ্টারে শাল্লা থেকে দিরাই হেলিপ্যাড মাঠে নেমে প্রথমে তার বাজারের জগন্নাথ জিউর আখড়ায় নেয়া হয়। সেখানে ভক্ত-অনুরক্ত বিশেষ করে মহিলাদেরকে দেখতে দেয়া হয়। এরপর বিকেল ৪টা ৩৬ মিনিটে তার নিজ বাসভবনে নেয়া হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে। সেখানে জাতীয় পতাকা মোড়ানো কফিনে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। এরপর স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের জনগণের সুবিধার্থে পুষ্পস্তবক অর্পণের জন্য বালুর মাঠের মঞ্চে নেয়া হলে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ