পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার ঃ উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রচিত উর্দু কাব্যগ্রন্থ ‘নালায়ে কলন্দর’-এর একক গীতি অনুষ্ঠান গতকাল (৫ ফেব্রুয়ারি) সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী কবি মুজাহিদুল ইসলাম বুলবুলের কণ্ঠে ও নিজস্ব সুরে গাওয়া উর্দু গজল নালায়ে কলন্দর (কলন্দরের কান্না) শুনে শ্রোতারা মোহাচ্ছন্ন হয়ে পড়েন।
লতিফিয়া বিজনেস ফোরাম মৌলভীবাজারের উদ্যোগে ও নাশিদ মাহফিলের উদ্যোক্তা আলহাজ হাফিয সাব্বির আহমদের সার্বিক সহযোগিতায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল রোববার সন্ধ্যার পরে থেকে মধ্যরাত পর্যন্ত নাশিদ মাহফিলের কার্যক্রম চলে। এসময় ‘রঙে লা হায় জাহামে সাইয়্যেদে আবরার ছে’ সালাম আয়ে রহমতে আলম মালাইক ছবহি হো’ ‘চমক উঠা মুকাদ্দরকা সিতারা আলম ই একদম’সহ জনপ্রিয় ৭টি সঙ্গীত পরিবেশন করেন তিনি। লতিফিয়া বিজনেস ফোরামের উপদেষ্টা আলহাজ সৈয়দ আবু শাহজাহান ও নেছার আহমদের সভাপতিত্বে ও বিজনেস ফোরামের পরিচালক মাওলানা শফিকুল আলম সুহেলের পরিচালনায় অনুষ্ঠিত নাশিদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল ব্যক্তি ছিলেন। তিনি ধর্মীয় ক্ষেত্রে যেমন লাখো লাখো মানুষের নিকট অনুসরণীয় ব্যক্তি ছিলেন ঠিক তেমনি পরিবার ও সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তি ছিলেন। ‘নালায়ে কলন্দর’ তাঁর জীবনের বিশেষ এক সময়ে রচনা করেন। তখন তিনি নিরাপত্তাজনিত কারণে কারান্তরীণ ছিলেন। পরবর্তীতে তিনি মক্কা ও মদিনা জিয়ারতে আসা-যাওয়ার সময় অনেক কবিতা রচনা করেছেন। এই কবিতাগুলোর মাধ্যমে তিনি আল্লাহর কাছে নিজেকে ভিখারী হিসেবে সমর্পণ করেছেন। রাসূলের প্রেমে নিজেকে উজাড় করে দিয়েছেন। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা সরকার মুহাম্মদ কাফীলুদ্দীন সালেহী, তালামীজে ইসলামীয়ার কেন্দ্রীয় সভাপতি মো. ফখরুল ইসলাম মাওলানা, আহমদ হাসান চৌধুরী ফুলতলী, মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম, মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী, মাওলানা বদরুজ্জামান রিয়াদ প্রমুখ।
মাহফিলে সহ-সভাপতি ছিলেন বিজনেস ফোরামের উপদেষ্টা মো. ফখরুল ইসলাম ও আলহাজ এখলাছুর রহমান। এসময় আনজুমানে আল ইসলাহ, তালামীযে ইসলামিয়া ও লতিফিয়া বিজনেস ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ জোহর খতমে বোখারী শরীফ খতম ও মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেক আহমেদ। সবশেষে শিরনি বিতরণ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।