Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিহত এমপি লিটনের আসনে উপ-নির্বাচন ২২ মার্চ

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নিহত এমপি মনজুরুল ইসলাম লিটনের আসনে ভোটগ্রহণ আগামী ২২ মার্চ। বিদায়ের তিন দিন আগে গতকাল রোববার গাইবান্ধা-১ আসনের উপ-নির্বাচনের এ তফসিল ঘোষণা করে কাজীরকিব কমিশন। তফসিল অনুসারে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ১৯ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যহারের শেষ দিন ১ মার্চ।
গতকাল বিকেলে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষরির এক চিঠিতে ভোটগ্রহণের এ দিনক্ষণ ধার্য করা হয়। ইসি কর্মকর্তারা জানান, নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর এ ভোটগ্রহণ করবে। এই নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এই আসনে ভোটার রয়েছে তিন লাখ দুই হাজার ৮৫৩ জন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে বন্ধুকধারীদের গুলিকে নিহত হন আওয়ামী লীগের এমপি মনজুরুল ইসলাম লিটন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ