পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আগামীকাল প্রেসিডেন্টের সাথে
স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার ও চার কমিশনারা শেষবারের মতো সাক্ষাৎ করেছেন। মেয়াদ পূর্তির তিন দিন আগে গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে আধঘণ্টা বৈঠক করেন তারা। এ বিদায়কে ‘বিদায়ী সালাম’ আখ্যায়িত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। এটিই প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ইসির শেষ সাক্ষাৎ। আগামীকাল মঙ্গলবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। এরপর দিন ৮ ফেব্রুয়ারি বিদায় নেবেন এ কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি সিইসিসহ চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে জাতীয় সংসদে সন্ধ্যা সোয়া ৬টার দিকে আসেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল মোবারক, মোহাম্মদ আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ। তাদের সঙ্গে ছিলেন ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে সংসদ ভবন থেকে বেরিয়ে আসেন তারা। প্রথমে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. জাবেদ আলী এরপর মোহাম্মদ আবু হাফিজ, সিইসি কাজী রকিবউদ্দীন এবং পরে অন্য কমিশনাররা সংসদ ভবন এলাকা ত্যাগ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জাতীয় সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছি, বিদায়ী সালাম দিয়েছি। প্রধানমন্ত্রী আমাদের থ্যাংকস দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ইসির পাঁচ বছরের কার্যক্রম তুলে ধরেছেন কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা উনাকে বলেছি, আলোচনা করেছি। নতুন কমিশন নিয়োগে প্রধানমন্ত্রীর কাছে বর্তমান কমিশন কোনো প্রস্তাব করেছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সুপারিশ করার কোনো বিষয় নয়। এটি প্রেসিডেন্টের এখতিয়ার। প্রেসিডেন্ট নতুন কমিশন গঠন করবেন। আগামী নির্বাচন কীভাবে ভালো করা যায়- অভিজ্ঞতার আলোকে কোনো প্রস্তাব বা সুপারিশ করেছেন কি না- এমন প্রশ্নের জবাবে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আমরা বিদায়ী কমিশন। আমরা উনাকে সালাম দিয়ে গেলাম। মঙ্গলবার প্রেসিডেন্টেকে সালাম দেব।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, আমরা সন্ধ্যা সোয়া ৬টার দিকে সংসদ ভবনে প্রবেশ করেছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আধঘণ্টার মতো বৈঠক করেছি। বৈঠকে আমাদের বিদায়ের কথা জানিয়েছি।
ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, বর্তমান কমিশনের মেয়াদপূর্তির শেষ দিন ৮ ফেব্রুয়ারি বর্তমান কমিশনকে বিদায় সংবর্ধনা দেবে ইসি সচিবালয়। এ লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন সচিবালয়। এ বিদায় সংবর্ধনায় সিইসি ও অন্যরা নিজেদের অনুভূতি তুলে ধরবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।