Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তরায় মা-মেয়েকে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় মা ও মেয়েকে গুলি করে ছয় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টরে ফ্রেন্ডস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। উত্তরা পশ্চিম থানা এ তথ্য নিশ্চিত করেছে। আহত কলেজপড়–য়া মেয়েটির নাম জানা যায়নি। এসময় তার মা নাতাশা সঙ্গে ছিলেন।
উত্তর বিভাগের উপ-কমিশনার বিধান চন্দ্র ত্রিপুরা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে নাতাশা তার কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। তখন উত্তরা তিন নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাবের সামনে একটি মোটরসাইকেলে কয়েকজন যুবক তাদের গতিরোধ করে। এরপর তারা ওই ছাত্রীকে গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাদের কাছে প্রায় ছয় লাখ টাকা ছিল বলে জানায় পুলিশ। গুলিতে আহত কলেজছাত্রীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
উত্তরা পশ্চিম থানার এসআই মোহাম্মদ আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে তিনি জানতে পেরেছেন, উত্তরার একটি ব্যাংক থেকে পাঁচ লাখ ১৭ হাজার টাকা উঠিয়ে প্রাইভেট কারে চেপে বাসার দিকে ফিরছিলেন ওই মা ও মেয়ে। উত্তরা তিন নম্বর সেক্টরে ঢোকার পর মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তাদের গাড়ির গতিরোধ করে এবং গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সম্ভবত তাদের ব্যাংক থেকেই ছিনতাইকারীরা অনুসরণ করছিল।
এসআই মোহাম্মদ আলী আরো জানান, আহত মা-মেয়েকে দ্রুত অ্যাপোলো হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের অস্ত্রোপচার চলছে বলে তিনি শুনেছেন। দুপুর আড়াইটার দিকে আহতদের খোঁজ নিতে ও ঘটনা সম্পর্কে জানতে হাসপাতালে যান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ