Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহেশখালীর খামারবাড়ি থেকে ১২ অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ২

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো ও কক্সবাজার অফিস : র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর জঙ্গল বেষ্টিত খামারবাড়ি থেকে ১২টি আগ্নেয়াস্ত্র ৮৫ রাউন্ড গুলি ও ১০৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গতকাল (রোববার) উপজেলার কেরনতলী এলাকায় এ অভিযান
করছে এমন খবর ছিল আগে থেকে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকষ আভিযানিক দল ব্যাপক কর্মতৎপরতা পরিচালনা করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানান, ওই এলাকায় একাধিক সন্ত্রাসী চক্র দেশীয় অস্ত্র ক্রয়-বিক্রয় এবং মজুদ করে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা শুরু করে।
অভিযানের শুরুতে মোঃ সেলিম (৩৫) ও এরশাদুল্লাহ (২৬) নামে দুজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের তাদের দেখানো ও শনাক্ত মতে জনৈক স্বপনের (৩৮) খামারবাড়ী তল্লাশি করে মোট ১২টি অস্ত্র পাওয়া যায়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে ২টি বিদেশি ওয়ানশুটার গান, ১ টি .২২ বোর রাইফেল, ১টি ডিবিবিএল, ৭টি এসবিবিএল এবং ১টি ওয়ানশুটার গান। সেখান থেকে  ৮৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  এর মধ্যে ৩৫ রাউন্ড শর্টগানের তাজা গুলি, ৪ রাউন্ড .৩০৩ রাইফেলের গুলি, ৪৬ রাউন্ড .২২ বোর রাইফেলের গুলি। এছাড়া ১০৬ টি খালি খোসা যার মধ্যে ১০৩ রাউন্ড শর্টগানের এবং ৩ রাউন্ড .৩০৩ রাইফেলের গুলির খালি খোসা রয়েছে।
আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা উক্ত অবৈধ অস্ত্র মজুদ রেখে ক্রয়-বিক্রয় এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করার কথা স্বীকার করেছে বলে জানান র‌্যাব কর্মকর্তারা। গ্রেফতারকৃত মোঃ সেলিমের বিরুদ্ধে ৩টি হত্যাসহ ১২টি এবং মোঃ এরশাদুল্লাহর বিরুদ্ধে ৬টি মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় মুলতবি রয়েছে। উল্লেখ্য, এর আগে মহেশখালীর গহিন পাহাড়ি জঙ্গলে অস্ত্র কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ