পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সেই বাদল মিয়ার পরিবারের পাশে দাঁড়াচ্ছে রেল
বিশেষ সংবাদদাতা : জীবন দিয়ে এক মা ও তার শিশুকন্যাকে বাঁচানোর জন্য রেলকর্মী বাদল মিয়ার পরিবারের পাশে দাঁড়াচ্ছে রেল। বাদল মিয়ার পরিবারকে সহায়তা করার জন্য রেলমন্ত্রী মো: মুজিবুল হক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন বলে রেলভবন সূত্রে জানা গেছে। এ জন্য সার্বিক প্রস্তুতি চলছে জানিয়ে এক কর্মকর্তা বলেন, একজন রেলকর্মী হিসেবে বাদল মিয়া যা করেছেন তার ঋণ কেউ কোনো দিন শোধ করতে পারবে না। তিনি বীরের মতো নিজের জীবন দিয়ে এক মা ও তার শিশুকে বাঁচিয়েছেন। তবে তার পরিবার যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সে জন্যই রেলমন্ত্রী কিছু একটা করবেন। গত ২৭ জানুয়ারি শুক্রবার সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডে মা ও শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই ট্রেনে কাটা পড়েন রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মচারী (ক্যান্টনমেন্ট গ্যাং নম্বর-৭৬) বাদল মিয়া। এ সময় তিনি সেখানে রেললাইন মেরামতের কাজ করছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই দিন সকালে ৫ বছরের এক শিশুকে নিয়ে রেললাইনে বসে রোদ পোহাচ্ছিলেন এক মা। তখন রেললাইন মেরামত করছিলেন বাদল মিয়া। ঠিক এ সময় সিলেট থেকে সুরমা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে আসছিল। রেললাইনের ওপর বসে থাকা মা ও শিশুকন্যা ট্রেনে কাটা পড়তে যাচ্ছিলেন। এটা দেখে বাদল মিয়া দৌড়ে গিয়ে শিশুটির মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কিন্তু শিশুটি থেকেই যায় রেললাইনের ওপরে। ফিরে এসে এবার শিশুটিকে সরিয়ে দেন তিনি। কিন্তু নিজে সরার আর সময় পাননি। ততক্ষণে ট্রেনটি তার ওপর দিয়ে চলে যায়। দু’জন মানুষকে বাঁচাতে গিয়ে অকুতোভয় বাদল মিয়ার মৃত্যুকে অনেকেই ‘বীরের মতো’ মৃত্যুর সাথে তুলনা করেছেন। ফেসবুকে এ নিয়ে তোলপাড় শুরু হয়। বিষয়টি রেলমন্ত্রী মো: মুজিবুল হকের নজরে পড়ে। তিনিও বাদল মিয়ার জন্য দুঃখ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এখন বাদলের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতার হাত বাড়াচ্ছেন। রেলভবন সূত্র জানায়, শিগগিরই বাদল মিয়ার পরিবারকে ডেকে আর্থিক সুবিধাসহ আনুষঙ্গিক সহযোগিতা করবেন রেলমন্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।