Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮ ফেব্রুয়ারির পর বন্ধ হচ্ছে জিমেইল!

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জিমেইল ব্যবহার করেন? ৮ ফেব্রুয়ারির পর হয়তো আর করতে পারবেন না। গুগলের তরফ থেকে তেমনটাই নিশ্চিতভাবে জানিয়ে দেয়া হয়েছে। জিমেইল ছাড়া বর্তমান প্রজন্ম একপ্রকার অচল। আর তাই এই ই-মেলিং পরিষেবা বন্ধ হওয়ার খবরে মাথায় হাত পড়েছে তাদের।
তবে খুব চিন্তিত হওয়ার কারণ নেই। জিমেইল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। গুগল জানিয়েছে, যারা নিজেদের ডেস্কটপ বা ল্যাপটপে এখনো উইনডোজ এক্সপি (ডরহফড়ংি ঢচ) অথবা উইনডোজ ভিসতা (ডরহফড়ংি ঠরংঃধ) ব্যবহার করেন, তারা ৮ ফেব্রুয়ারির পর থেকে গুগল ক্রোমের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। কারণ আগামী বুধবার থেকে ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ এবং তার নিচের ভার্সনে জিমেইল আর কাজ করবে না। তাই গুগলের সুপারিশ, এখনো যারা কম্পিউটারে উইনডোজ এক্সপি এবং উইনভোজ ভিসতা ব্যবহার করছেন, নির্বিঘেœ জিমেইল পরিষেবা পেতে তারা যেন নতুন অপারেটিং সিস্টেমে তা আপগ্রেড করে নিন।
এই দু’টি ভার্সনে মাইক্রোসফট তাদের অপারেটিং সিস্টেম পরিষেবা বন্ধ করে দেবে। তাই নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে গুগল। ক্রোম ব্রাউজার ভার্সন ৫৩ ব্যবহার করতে থাকলে জিমেইলের নিরাপত্তা নিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা। গুগল আরো জানিয়েছে, চলতি বছর এই দুই ভার্সনে জিমেইল পরিষেবা পাওয়া গেলেও ব্যবহারকারীদের ফিরে যেতে হবে সেই পুরনো এইচটিএমএল (ঐঞগখ) ভার্সনে। তাছাড়া থার্ড-পার্টি ব্রাউজারের মাধ্যমেও জিমেইল অ্যাকাউন্ট চলবে। তবে তা যে বেশ ঝুঁঁকিপূর্ণ হবে, সে কথাও স্পষ্ট করে দিয়েছে গুগল। তাই গুগলের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব, নিজের ডেস্কটপ বা ল্যাপটপকে আপগ্রেড করে নিন। সূত্র : সংবাদ প্রতিদিন।
মারা যাচ্ছে স্কাইপিও! ১ মার্চই চিরবিদায়!!
আপনার থেকে দূরে কোনও আপনজনের সঙ্গে ভিডিও চ্যাটে স্কাইপি ব্যবহার করেন? যদি হ্যাঁ। তাহলে স্কাইপির ভার্সন আপডেট করুন দ্রুত। কারণ, ১ মার্চ থেকে স্কাইপির সব পুরোনো ভার্সন বন্ধ করে দিতে চলেছে মাইক্রোসফ্ট। শুধুমাত্র আপডেটেড ভার্সনেই চলবে স্কাইপি।
বর্তমান ভিওআইপি প্ল্যাটফর্ম থেকে আরও আধুনিক প্ল্যাটফর্মে যাওয়ার জন্যই স্কাইপির সমস্ত পুরোনো ভার্সন বন্ধ করা হবে বলে জানানো হয়েছে। নতুন ভার্সনেই ভিডিও মেসেজ সেভ, ক্লাউডে ফাইল শেয়ারিং এমনকি মোবাইলে গ্রুপ কলিং-এর ফিচার থাকবে। তবে উইন্ডোজ-১০ ব্যবহারকারীদের কোনও সমস্যা হবে না। কারণ, তারা ইতোমধ্যেই আধুনিক স্কাইপি ভার্সন ব্যবহার করছেন। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ