Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র পলাতক দুই ভাইসহ ছয় আসামি গ্রেফতার

সাংবাদিক শিমুল হত্যায় স্বর্তস্ফূর্ত হরতাল পালিত

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে স্বর্তস্ফূর্তভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার অফিস আদালত দোকান-পাট ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল।
হরতাল চলাকালে গতকাল উপজেলা সদরে রিকশা-ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশাসহ সকল যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় রাস্তায় রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে হরতাল সমর্থনকারীরা। সাংবাদিক, ছাত্রলীগ নেতাকর্মী ছাড়াও স্থানীয়রা কালো ব্যাজ ধারণ করে মোড়ে মোড়ে অবস্থান করেন। উপজেলা ছাড়াও জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করে যোগ দেন। এরিপোর্ট লেখা পর্যন্ত মেয়রের দুই ভাইসহ ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরু পলাতক রয়েছেন।
এদিকে সকাল পৌনে ১১টায় শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় হাজার হাজার মানুষের ঢল নামে। এসময় সর্বস্তরের সাধারণ মানুুষ, গণ্যমান্য ব্যক্তিসহ সকল পেশাজীবী মানুষ ও সংবাদকর্মীরা জানাযায় শরিক হন। জানাযা নামাজের পূর্বে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাদ রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আল রাজিব, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক, সাবেক মেয়র নজরুল ইসলাম, সমকালের যুগ্ম বার্তা সম্পাদক তপন দাস,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল এ খোদা লিটন ও শিমুলের ছোট ভাই আজাদ বক্তব্য রাখেন। বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকা-ে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, সাংবাদিক শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে প্রকাশ্যে দিবালোকে গুলিবিদ্ধ হন। পৌর মেয়র তার ওপর গুলি চালায়। শাহজাদপুরবাসী সবসময়ই শান্তিকামী, তারা সন্ত্রাস পছন্দ করে না। সন্ত্রাসী যতবড় নেতাই হোক না কেন, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এ হত্যা মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরেরও তিনি জোর দাবি জানান। অপরদিকে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত বলেন, মেয়রকে বার বার নিষেধ করা সত্বেও তার শর্টগান থেকে গুলি করা হয়। তার বাড়ি থেকে গুলির খোসাও পাওয়া গেছে। ৪৩ রাউন্ড গুলিসহ ওই শর্টগানটি জব্দ করা হয়েছে। জানাযা শেষে শিমুলের মরদেহ তার গ্রামের বাড়ি মাদলা-কাকিলাবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
এদিকে পৌর মেয়রের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার রাতে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ-খোদা লিটন এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে প্রেসক্লাবে তিনদিন কালো পতাকা উত্তোলন, সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ এবং প্রতিবাদ সমাবেশ।
উল্লেখ্য, শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৩ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় তার মৃত্যু হয়।
চট্টগ্রাম ব্যুরো জানায় : সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল (শনিবার) সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক হত্যা-নির্যাতন করে গণতন্ত্র রক্ষা করা যাবে না। আওয়ামী লীগে হাইব্রিড হয়ে যারা আজ বড় নেতা হয়েছে তারাই নির্যাতন করছেন সাংবাদিক। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তক্ষেপ করতে হবে। সাংবাদিক হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।
সমকালের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, সিইউজে’র সাবেক সভাপতি এম নাসিরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমীন, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন কাজী, সিইউজের সিনিয়র সহসভাপতি রতন কান্তি দেবাশীষ, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপ ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, সমকালের ডিজিএম (মার্কেটিং) সুজিত কুমার দাশ, শওকত বাঙালী, স্বপন কুমার মল্লিক, তৌফিকুল ইসলাম বাবর, রুবেল খান, মোঃ রাশেদ প্রমুখ।
সর্বোচ্চ শাস্তি দাবি খুলনায়
খুলনা ব্যুরো : সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যাকারীদের গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে খুলনা প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল (শনিবার) বেলা ১১টায় সুহৃদ সমাবেশ খুলনার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তৃতা করেন সমকাল সুহৃদ সমাবেশের সদস্য সচিব সাধন চন্দ্র স্বর্ণকার।  
সমাবেশে সভাপতিত্ব করেন দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা। এ সময় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম হাবিব, সাধারণ সম্পাদক সুবীর কুমার রায়, মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান, এসএম নজরুল ইসলাম, গৌরাঙ্গ নন্দী, এসএম জাহিদ হোসেন, মোঃ শাহ আলম, মুন্সি মাহবুব আল সোহাগ, তরিকুল ইসলাম তরিক, মল্লিক সুধাংশু, হাসান আহমেদ মোল্যা, সামছুজ্জামান শাহীন ও নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অমল সাহা, এএইচএম শামিমুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, শামীম আহমেদ, নেয়ামুল হোসেন কচি, কৌশিক দে, আলমগীর হান্নান, মুহাম্মদ নূরুজ্জামান, আব্দুর রাজ্জাক রানা, হাসান হিমালয়, এসএম ফরিদ রানা, আশরাফুল ইসলাম নুর, নূর ইসলাম রকি, আহমদ মুসা রঞ্জু, আব্দুল হামিদ, মিজানুর রহমান, মিলন হোসেন, আল মাহমুদ প্রিন্স ও কামরুল হাসান প্রমুখ।
সিলেটে মানববন্ধন
সিলেট অফিস: শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশ, সিলেট জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার দুপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি আল আজাদ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সিকান্দর আলী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, সিনিয়র সাংবাদিক আবদুল মালিক জাকা, সাহাব উদ্দিন শিহাব, চ্যানেল টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি গুলজার আহমদ, কালের কণ্ঠ’র সিলেট প্রতিনিধি ইয়াহইয়া ফজল, দেশ টিভির ক্যামেরাপার্সন আশরাফুল ইসলাম প্রমুখ।
যশোরে সাংবাদিক হত্যার প্রতিবাদ
যশোর ব্যুরো ঃ সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সিরাজগঞ্জের শাহজাদপুরে মেয়র হালিমুল হকের মিরুর শটগানের গুলিতে সমকালে প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে হত্যার প্রতিবাদে ও মূল আসামি গ্রেফতারের দাবিতে যশোরের সর্বস্তরের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সহ-সভাপতি মনোতোষ বসু, আনোয়ারুল কবির নান্টু, সম্পাদক তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সনাকের সভাপতি খায়রুল উমাম,  সাংবাদিক রুকুনউদ্দৌলাহ্, মহিদুল ইসলাম মন্টু, আহসান কবীর ও এম আইউব।
বান্দরবানে মানববন্ধন
বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার: সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কর্মরত সাংবাদিকরা। গতকাল শনিবার সকালে প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁেধ এ কর্মসূচী পালিত হয়। সিরাজগঞ্জে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল’কে গুলি করে হত্যা, ঢাকায় এটিএন নিউজের সাংবাদিকদের উপর পুলিশের হামলা’সহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কর্মরত সাংবাদিকদের ব্যানারে বান্দরবানে ঘন্টাব্যাপ মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। এসময় সাংবাদিকদের কর্মসূচীতে যোগদেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজনও।
শাস্তি দাবি ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারীদের শাস্তি দাবি করেছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব। গত শুক্রবার ফতুল্লা রিপোর্টার্স ক্লাব হত্যাকারীদের শাস্তি দাবি করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন।
টাঙ্গাইলে মানববন্ধন
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের সাংবাদিক ও মানবাধিকার কর্মী আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে টাঙ্গাইল প্রেসক্লাব ও সুহৃদ সমাবেশ। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালিত হয়। এর সাথে একাত্মতা প্রকাশ করে কর্মসূচীতে অংশ নেয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’ টাঙ্গাইল ইউনিট।
ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস ছাত্তার, শামসাদুল আখতার শামীম, টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মুসলেম উদ্দীন আহমেদ, সমকালের প্রতিনিধি আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন।
মাগুরায় সমাবেশ
মাগুরা জেলা সংবাদদাতা : হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের চৌরঙ্গী মোড় এলাকায় প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে সমকাল সুহৃদ সমাবেশ এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে সমকাল সুহৃদ সমাবেশ মাগুারা জেলা কমিটির সভাপতি সৈয়দ বারিক আনজাম বারকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি বুলু শরীফ, সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা উদীচীর সভাপতি বিকাশ মজুমদার, কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, লালন গবেষক অধ্যক্ষ তপন বসু, কবি সাগর জামান, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের আহবায়ক ও সমকাল মাগুরা জেলা প্রতিনিধি অলোক বোস প্রমুখ।
গফরগাঁওয়ে মানববন্ধন-সমাবেশ
গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল গফরগাঁও প্রেসক্লাব মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক সমাজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ