Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোধরা কান্ডে বেকসুর খালাস ২৮ অভিযুক্ত

পর্যাপ্ত প্রমাণের অভাব

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পর্যাপ্ত প্রমাণের অভাবে বেকসুর খালাস পেল গোধরা কান্ডের ২৮ অভিযুক্ত। দীর্ঘদিন ধরে ওই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছিল গুজরাটের গান্ধীনগর কোর্টে। তাদের বিরুদ্ধে দাঙ্গা বাধানো ও সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছিল। ৩১ জানুয়ারি শেষ হয় মামলার শুনানি। বিচারপতি বিডি প্যাটেল প্রমাণের অভাবে অভিযুক্তদের নির্দোষ সাব্যস্ত করেন।
২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরা স্টেশনে সবরমতি এক্সপ্রেসে আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতকারীরা। অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারান ৫৮ জন করসেবক। তার জেরে সমস্ত গুজরাটে ছড়িয়ে পরে হিংসা। ঠিক তার পরের দিন গান্ধীনগরের পালিয়াদ গ্রামে জ্বলে ওঠে সাম্প্রদায়িক হিংসার আগুন। আক্রান্ত হয় বহু সংখ্যালঘু পরিবার। অভিযোগ ছিল, ওই দিনের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটিয়েছিল অভিযুক্তরা। কিন্তু প্রমাণের অভাবে আদালত তাদের নির্দোষ বলেই ঘোষণা করল। সূত্র : সংবাদ প্রতিদিন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ