Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েমেনে উপজাতীয়দের সঙ্গে সংঘর্ষে ১৩ জঙ্গি নিহত

| প্রকাশের সময় : ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে উপজাতীয়রা গতকাল আল-কায়েদার ১৩ যোদ্ধাকে হত্যা করেছে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা জানিয়েছে। তিনি বলেন, জিহাদিরা রাতে আবিয়ান প্রদেশের লোদের শহরের সরকারি ভবনগুলোতে হামলা চালিয়ে এগুলো নিয়ন্ত্রণের নেয়ার চেষ্টা চালায়। এ সময় তারা সশস্ত্র বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। উভয়পক্ষের মধ্যে দুই ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে টিকতে না পেরে জঙ্গিরা পিছু হটে। বৃহস্পতিবার আল-কায়েদা যোদ্ধারা আবিয়ান প্রদেশের যে তিনটি শহরে প্রবেশ করে, লোদার তার একটি। তবে গত শুক্রবার স্থানীয় উপজাতীয়দের প্রতিরোধের মুখে তারা পিছু হটে। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ