পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকার মালিকানাধীন প্রতিষ্ঠানের পোশাক ও জুতা বিক্রি বন্ধ করার ঘোষণা দিয়েছে মার্কিন ডিপার্টমেন্টাল স্টোর নর্ডস্ট্রম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সংশ্লিষ্ট পণ্য বর্জন কর্মসূচির পর বিক্রি কমে যাওয়ায় তার মেয়ে ইভানকার প্রতিষ্ঠানের পোশাক ও জুতা বিক্রি বন্ধের ঘোষণা দিল নর্ডস্ট্রম। গতকাল (শুক্রবার) ব্রিটিশ অনলাইন দ্য ইনডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, বিলাসবহুল পণ্য বিক্রি করা মার্কিন চেইন শপ নর্ডস্ট্রম কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্রি কম হওয়ার কারণেই তারা চলতি বছর ইভানকার নামধারী ব্র্যান্ডের পণ্য কিনবে না। তাই বিক্রিরও প্রশ্ন নেই।
২০০৫ সালের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, নর্ডস্ট্রমকে পরিসর বাড়ানোর আহ্বান জানিয়ে ডোনাল্ড বলেন, ‘নারীদের...দিয়ে তাদের বাগিয়ে নাও।’ এটি প্রকাশিত হওয়ার পর ট্রাম্প-সংশ্লিষ্ট পণ্য বর্জনের ডাক দিয়ে ‘গ্র্যাব ইয়োর ওয়ালেট’ শীর্ষক কর্মসূচি শুরু করে একটি গ্রুপ। এ পরিপ্রেক্ষিতে বিক্রি কমে যাওয়ায় নর্ডস্ট্রম ইভানকা ট্রাম্পের পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিল।
ওই কর্মসূচিতে ট্রাম্প-সংশ্লিষ্ট ৬০টি কোম্পানির পণ্য বর্জনের ডাক দেয়া হয়েছে।
এক বিবৃতিতে নর্ডস্ট্রম বলেছে, ‘আমরা সব সময় বলে আসছি, বিক্রির হার বিবেচনায় নিয়ে আমরা পণ্য রাখার সিদ্ধান্ত নেই। আমরা কয়েক হাজার ব্র্যান্ডের পণ্য বিক্রি করে থাকি। আমাদের ওয়েবসাইটে দুই হাজারেরও বেশি পণ্য বিক্রির তালিকায় রয়েছে। এসব পণ্যের গুণগত মান ও বিক্রির হার আমরা পর্যালোচনা করি। প্রতি বছর আমরা পণ্যে ১০ শতাংশ ছাড় দিই এবং পুনরায় একই পরিমাণ পণ্য আমরা আমাদের গুদামে আনি। এ ক্ষেত্রে ব্র্যান্ডগুলোর বিক্রির হারের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেই। এ কারণেই আমরা ওই পণ্য না কেনার সিদ্ধান্ত নিয়েছি।’
নর্ডস্ট্রমের ওয়েবসাইটে বর্তমানে ইভানকার কোম্পানির মাত্র চারটি জুতা রয়েছে। এরই মধ্যে তিনটিতেই ৪০ শতাংশ ছাড়া দেয়া হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী ‘গ্র্যাব ইয়োর ওয়ালেট’ কর্মসূচির সহ-প্রতিষ্ঠাতা শ্যানন কাউল্টার বলেছেন, নর্ডস্ট্রম এর আগে ইভানকা ট্রাম্পের ব্র্যান্ডের ৭১ ধরনের পণ্য বিক্রি করেছে। সূত্র : দ্যা ইন্ডিপেন্ডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।