Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুম থেকে জাগিয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা

| প্রকাশের সময় : ৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় আইন-শৃংখলা পরিস্থিতির ফের অবনতি। ঘুমিয়ে থাকা স্কুল ছাত্রকে জাগিয়ে তুলে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার শোলাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই গ্রামে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ঘুম থেকে জাগিয়ে অভি (১৩) নামে ৭সপ্তম শ্রেণির এক ছাত্রকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত অভি শোলাবাড়িয়া গ্রামের ইমরান হোসেন বাবুর পুত্র। সে   আতাইকুলা হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল।
পরিবারের উদ্ধৃতি  দিয়ে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ  আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিল স্কুল ছাত্র অভি। রাতের কোনো এক সময় পরিবারের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় সে। শুক্রবার সকালে শোলাবাড়িয়া রাস্তার পাশে অভির লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ ঘটনাস্থল থেকে শুক্রবার অভির লাশ উদ্ধার করে।
ওসি আরো জানান, রাতে বাড়ির অদূরে মাঠের মধ্যে অভিকে কুপিয়ে হত্যার পর তার লাশ নিয়ে রাস্তার ধারে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়। প্রাথমিক সুরহাতল রিপোর্টে পুলিশ বলেছে, অভির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। পুলিশের মতে মাথার আঘাতে অভির মৃত্যু হয়। কারা কী কারণে স্কুলছাত্র অভিকে হত্যা করেছে সে বিষয়ে  কোনো তথ্য পুলিশ এখনও উদঘাটন করতে পারেনি। থানা পুলিশ বলছে, দুর্বৃত্তদের গ্রেফতার এবং হত্যার মোটিভ উদঘাটনের চেষ্টা চলছে। এদিকে, নিহত স্কুলছাত্র অভির পারিবারিক সূত্রে এবং স্কুল সূত্রে জানা যায়, নিহত অভির সাথে কারো তেমন কোনো ঝামেলা ছিল বলে তাদের জানা নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ